১. আওয়ামী লীগের সময় বিএনপির কোন নেতা (এমপি/মন্ত্রী)বোমা হামলায় নিহত হয়নি। বিএনপির সময় এএসএম কিবরিয়া, আহসানউল্লাহ মাষ্টারকে গ্রেনেড হামলা ও গুলি করে মারা হয়েছিল। সুরঞ্জিতের উপরও গ্রেনেড হামলা হয়েছিল কিন্তু আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
২. আওয়ামী লীগের সময় এখন পর্যন্ত কোন বিদেশী কূটনীতিকের উপর গ্রেনেড হামলা হয়নি। বিএনপির সময় আনোয়ার চৌঃ গ্রেনেড হামলার শিকার হয়েছিল।
৩. আওয়ামী লীগের সময় সারাদেশের একযোগে বোমা হামলার মতো কোন ঘটনা ঘটেনি। এমনি এখন পর্যন্ত বড় ধরণের কোন জঙ্গি হামলা হয়নি।
৪. বাংলা ভাই বা শায়খ রহমানের মতো কোন জঙ্গির উত্থান ঘটেনি। কোন মন্ত্রী বা এমপির বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেয়ার বা জঙ্গিদের প্রশ্রয় দেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
৫. বিরোধী দলীয় নেত্রী ও দলের বড় নেতাদের উপর ২১শে আগষ্টের মতো কোন গ্রেনেড হামলা করা হয়নি। বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেয়ার মতো কোন ঘটনাও ঘটেনি।
৬. বিএনপির সময় বিদ্যুতের দাবীতে কানসাটে ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছি। আওয়ামী লীগের সময় বিদ্যুতের দাবীতে তেমন বড় কোন আন্দোলন হয়েছে বলে শোনা যায়নি, হত্যা তো বহুদূর।
৭. সারের দাবীতে বিক্ষোভ করার সময় ১০ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের সময় এখন পর্যন্ত সারের দাবীতে কোন কৃষককে বিক্ষোভ করতে হয়নি, হত্যা তো দূরের কথা।
৮. বিএনপির সময় মঙ্গা ছিল ব্যাপক আলোচিত ও উচ্চারিত একটি শব্দ। আওয়ামী লীগের সময় মঙ্গা নামক শব্দটির বিলুপ্তি হয়েছে।
৯. বিএনপির সময় হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল, দুর্নীতির জন্য হাওয়া ভবন খোলা হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার এখনো এর ধারের কাছেও যেতে পারেনি।
১০. আওয়ামী লীগের সময় কোন যুদ্ধাপরাধীকে মন্ত্রী হয়নি এবং যুদ্ধাপরাধী কোন মন্ত্রীর গাড়িতে পতাকা উড়ানোর মতো যন্ত্রণাদায়ক দৃশ্য খেতে হয়নি।
১১. আওয়ামী লীগের সময় ১০ ট্রাক গোলা-বারুদ এইদেশে প্রবেশ করেছে বলে জানা যায়নি।
**
বাঙ্গালী জাতি হলো গোল্ডফিস জাতি, এই জাতি অনেক কিছুই খুব সহজে ভুলে যায়। নতুন কোন সরকার ক্ষমতায় এলেই তারা ভাবে আগের সরকার কতই না ভাল ছিল। যারা এমন ভাবে তাদেরকে অতীত টা একটু মনে করিয়ে দেয়ার জন্যই এই কথাগুলো বলা। এর জন্য কেউ আমাকে ভাদা ট্যাগ লাগিয়ে দিলেও ''ডোন্ট কেয়ার'' কারণ এটাই সত্য যে আওয়ামী লীগ এখনো গত বিএনপি সরকারের ধারের কাছেও যেতে পারেনি।
তারপরও আওয়ামী লীগ যে পাপগুলো করেছে তার স্মৃতি এখনও তাজা। সবাইকে মনে করিয়ে দেয়ার দরকার নাই। তবুও এখানে কিছু আওয়ামী পাপ দেখতে পারেন। এখন সময় বিএনপির পাপ আর আওয়ামী লীগের পাপ এক পাল্লায় তুলে মাপার। কারণ সামনেই নির্বাচন। আপনি কোন দলের অন্ধ সমর্থক না হয়ে থাকলে তবে আপনার কাজে লাগবে পোষ্টটি।
বিঃদ্রঃ লেখাটি ২ বছর আগে একবার দিয়েছিলাম। আজ কিছুটা পরিবর্তন করে আবার দিলাম।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২