মাইমুনা নামক এক ব্লগারের "ভালোবাসার কথা কে আগে বলে ছেলেরা নাকি মেয়েরা?" শীর্ষক একটি পোস্টে যা লিখেছিলেন তা হল,
"লজ্জা কাদের বেশী? ছেলেদের নাকি মেয়েদের? প্রিয়তমকে ভালোবাসার কথা কে আগে বলে ছেলেরা নাকি মেয়েরা? মোবাইলে মিসকল পেলে সাথে সাথেই কারা কল ব্যাক করে ছেলেরা নাকি মেয়েরা? আপনার ক্ষেত্রে কোনটা প্রেযাজ্য?"
আমার মন্তব্যটা ছিলঃ
"ভালবাসার কথা কে আগে বলে ছেলেরা নাকি মেয়েরা?"
মেয়েটাই আগে বলে!, তবে ইনডাইরেক্টলি!!.....(নাহলে ছেলেটা কেন তাকে পছন্দ করতে যাবে বলুন?)
তাহার পরে ছেলে বললে সেটাতো ব্ল্যাকমিল তাইনা?
তবে পরস্পরের প্রতি একটি আকর্ষণ আছে প্রাকৃতিকভাবে। সেটাকে ভালবাসা ভেবেই আসলে সবাই ভুল করে....(১)......
একজন দেখায় রূপ, আরেকজন স্মার্টনেস........ভূতে পায় দুজনকেই....
কোন প্ররোচনাদানকারীর প্ররোচনায় তা হলেতো দুজনেরই জীবন শেষ.......
আমার মনে হয়, আফটার মেরিজের ভালবাসাটাই বেশী নিরাপদ, স্থায়ী ও সুখময়।
সমাজের অবস্থা খুব খারাপ ভাই, বিয়ের বয়স হতে হতে এখন ছেলে-মেয়েরা পাচঁ-ছয় জন (কারো কারো আরো বেশী) জনের সাথে ভালবাসা ও বিচ্ছেদ ঘটে.....বুঝলেন কিছু? সমীঃ(১) এর কারনে.......
এহেন অভিজ্ঞরা আফটার ম্যরিজ কিতনা সুখি হতে পারে বলুন?
একটা সময় ছিল যখন, ভালো লাগলেও ভালোবাসার কথা বলার সাহস কারো ছিল না। বললে বলত বিয়ের কথা.......
==========================================
আবারো বলতে চাই, তা যার যেমনই লাগুক,
অশ্লীলতা, ধর্ষন, এসিড নিক্ষেপ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, অবৈধ প্রেম, ইভটিজিং, এইডস সংক্রমনসহ বহু সামাজিক, শারীরিক ও মানসিক বিপর্যয় ও বিশৃংখলা সৃষ্টির একমাত্র কারণ স্রষ্টার নির্দেশ পর্দা প্রথার বিলুপ্তি। পর্দা নারী-পুরুষ উভয়ের জন্যই অবশ্য পালনীয় রীতি। মাদক গ্রহনও অনেক ক্ষেত্রে এর পরোক্ষ ফল।
ইভটিজিং!! প্রতিকার কিসে?? কিসে হবে চুড়ান্ত সমাধান। তাকি আমরা কখোনই বুঝতে পারবনা!?
শেষ কথা বলি, যতদিন পর্যন্ত যুবকেরা তাদের ভিতরের পশুটিকে নিয়ন্ত্রণ আর যুবতীরা মার্জিতভাবে চলা শুরু না করবে ততদিন এসব সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয়।।
------------------------------------------------------------------------
শতভাগ ইভটিজিং, বিবাহপূর্ব অবৈধ প্রেম সম্পর্কীত........ ভুল বললাম? আপনারা কি বলেন?
------------------------------------------------------------------------
ধন্যবাদ