Elysium (2013)- চুলচেরা সমালোচনা রিভিউ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
Elysium মুভিটা দেখলাম, খুব একটা খারাপ না লাগলেও নেইল ব্লমক্যাম্প আর ম্যাট ডেমন এর মুভি হিসেবে আরও বেশী আশা করেছিলাম। অনেকে হয়তো বলবেন যে এটা এই বছরের সেরা সাইফাই, তবে আমার কাছে কিন্তু এর চেয়ে Oblivion অনেক ভালো লেগেছে। এই মুভিতে ভবিষ্যতের যে চিত্র তুলে ধরা হয়েছে সেটা আমার কাছে তেমন বিশ্বাসযোগ্য মনে হল না, না সমাজ ব্যাবস্থা না প্রযুক্তি। বেশ কিছু প্লট হোল আছে ফিল করলাম, তার কয়েকটা হচ্ছে- (স্পয়লার আছে তাই যারা মুভিটা দেখেননি দয়া করে আর পড়বেন না!)
>
>
>
>
>
>
>
১. Elysium জিনিসটা কোনরকম বায়োডোম ছাড়াই একেবারে খোলা অবস্থায় থাকে কিভাবে? মুভিতে দেখলাম ইচ্ছামতো স্পেস শাটল ঢুকছে বেরুচ্ছে কোন বাধা ছাড়াই, এরকম থাকলে বায়ুমণ্ডল থাকে কিভাবে? মাধ্যাকর্ষণ থাকে কিভাবে? সূর্যের অতিবেগুনী রশ্মি বা অন্যান্য ক্ষতিকর রশ্মি থেকে বাঁচে কিভাবে? এর বাইরে কোনরকম প্রটেক্টিভ গ্লাস লেয়ার টাইপ জিনিস থাকা কি যৌক্তিক না?
২. পৃথিবীর সরকার ব্যাবস্থা কি? মুভিতে তো শুধু Elysium আর লস এঞ্জেলেস ছাড়া পৃথিবীর আর কিছুই দেখলাম না? পুরো পৃথিবীর কি অবস্থা সেটা একবারও দেখানো হয়নি। তারমানে কি লস এঞ্জেলসই পৃথিবীর কেন্দ্র, একটাই রাষ্ট্র পৃথিবীতে? ভবিষ্যতের পৃথিবীতে তো রাজত্ব করার কথা চায়নার, আর ইউরোপ বা আমেরিকার অন্যান্য উন্নত রাষ্ট্র/শহরের কোন দিশাও পাওয়া গেলো না। যদি লস এঞ্জেলস থেকেই এভাবে নিয়মিত শাটল যায় তাহলে তো সারা পৃথিবী থেকে প্রতি মিনিটে কয়েকটা করে শাটল যাবে Elysium এর উদ্যেশ্যে। কয়টাকে আটকাবে তাঁরা, তাঁদের তো কোন ডিফেন্স সিস্টেমই দেখলাম না!
৩. মেড-বে জিনিসটা একদম ভুয়া লাগলো, সব কিছুরই একটা লিমিট আছে। মানুষ এমন ম্যাজিকাল একটা জিনিস বানাতে পারলো অথচ অন্যান্য যেসব প্রযুক্তি দেখলাম সবই তো প্রায় ২০১৩ সালের কাছাকাছি। এতে দেখানো হয়েছে যে মরা মানুষকেও মেড-বে জীবিত করতে পারে, এমনকি ব্রেন এর অর্ধেক উড়ে গেলেও সমস্যা নাই (এমনকি দাঁড়িও আগের মত করে দেবে!)। কিন্তু জিনিসটা বিশ্বাসযোগ্য হতো যদি এতে শুধুমাত্র মৃতপ্রায় মানুষকে ভালো করা যায়, “মৃত” মানুষকে যায় না। তারমানে কি Elysium এর সবাই অমর? মানুষ যদি মেড-বে’র মত একটা জিনিস তৈরি করতে পারে তাহলে বয়সকে থামানোর মত কিছু আবিস্কার করতে পারলো না?
৪. ২১৫৪ সালেও একটা মানুষকে খুঁজে পাওয়া এত কঠিন, স্যাটেলাইট এর ক্ষেত্রে ১৫০ বছরে কি কোনই উন্নতি হয়নি নাকি? Elysium এর ডিফেন্স সিস্টেম এতই দুর্বল যে পৃথিবীতে পড়ে থাকা এক পাগলা এজেন্ট এর উপর নির্ভর করতে হয়? Elysium এর সবার বাসাতেই কি মেড-বে আছে? তাহলে সেখানের Hierarchy টা কি? ২১৫৪ সালেও মানুষ ম্যানুয়ালি গাড়ি বা স্পেস-শাটল চালাবে এটা হাস্যকর। Elysium এর পরিবেশ দেখানোর ক্ষেত্রে কল্পনাশক্তির অভাব লক্ষনীয়, যখনি বাইরে দেখিয়েছে, দেখি একটা মেয়ে বিকিনি পড়ে সুইমিংপুল এ সাঁতার কাটছে! এমনকি জামাকাপড় এর ক্ষেত্রেও ২০১৩ সালের স্টাইল সবাই ফলো করবে এটা হজম করা কঠিন।
৫. রোবট এর ফ্যাক্টরিতে কেন লিথাল ডোজ এর রেডিয়েশন লাগবে সেটার কোন ব্যাখ্যা নাই। স্পেস শাটল এ করে পৃথিবীর বাইরে যাওয়া এত সহজ না, এর জন্য বছরের পর বছর ট্রেনিং নিতে হয়। মুভিতে দেখলাম স্ট্র্যাপিং ছাড়াই গ্রেনেড হাতে ম্যাট শাটলে চড়ে Elysium এ যাচ্ছে...মাত্র ১২ মিনিটে! এছাড়া শাটল গুলোর গঠন এমন যে বাতাসের অনেক বাধা পাবে, এটা এত স্পীড তুলতে গেলে তো টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা!
৬. বায়োমেট্রিক এক্সোস্কেলেটন জিনিসটা ঠিক আছে, কিন্তু মাথায় যে এভাবে ইনফো নেয়া যায় আর সেটা চুরি করা এতই সহজ সেটা বুঝলাম না। যে ইনফো দিয়ে পৃথিবীর ইতিহাস বদলে দেয়া যাবে, সেই ইনফো কি আরও অনেক বেশী সিকিউর থাকার কথা না? আর তাহলে কার্লাইল সিস্টেম রিবুট করে নিজেই কেন প্রেসিডেন্ট হয়ে যায় না? মুভি দেখে মনে হল পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা, অথচ এর চেয়েও বড় অন্যান্য ব্যাপারে আরও জোর দেওয়া যেত। এছাড়া মুভির এন্ডিং ও ভালো লাগে নি, কারন পৃথিবীর সবাই Elysium এর বাসিন্দা হয়ে গেলেই সমস্যা দূর হয় না...এতে ঝামেলা আরও বাড়বে, কমপ্লিট ক্যাওস হবে পৃথিবী Elysium দুই যায়গাতেই।
এরকম আরও অনেক জিনিসই আছে। ম্যাট এর অভিনয়ের ভক্ত ছিলাম সবসময়, তবে এই মুভিতে সে নিজের অভিনয় ক্ষমতা দেখানোর সুযোগ তেমন একটা পায়নি মনে হচ্ছে। ভিলেনটাকে (ক্রুগার) ভালো লাগে নি, এমনকি জোডি ফস্টার ও তেমন কিছু করতে পারেন নি। টাইম ওয়েস্ট বলবো না, তবে আশার তুলনায় হতাশ হয়েছি বলতেই হবে।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন