
বর্তমান বিশ্বেও মানুষ খেকো মানুষ আছে এটা বিশ্বাস করতে আমার একটু দ্বিধামত ছিল। কিন্তু পাপুয়া নিউ গিনিতে ২৯জন মানুষ খেকো মানুষ আটক এবং তাদের স্বীকারোক্তি সেই ধারনা পাল্টে গেল। গতবছর এই সময়টা আমি পাপুয়া নিউ গিনিতে ছিলাম প্রায় ২০ দিন । তিনটি ভিন্ন প্রদেশের লোকজনের সাথে কথা বলে মনে হয়েছে এক সময় সেখানে মানুষের মাংস মানুষ খেলেও এখন আর নেই।
কিন্তু ১৩ই জুলাই ইউকে টেলিগ্রাফ পত্রিকার একটি খবর পরে বিশ্বিত হলাম। কয়েক জন ডাক্তারের আস্বাভাবিক মৃত্যুর রহস্য বের করতে গিয়ে পুলিশ হতবাক হয়ে যায়। তারা সন্ধান পায় একটি গ্রুপের যাদের সংখ্যা মোটেই কম নয়। পুলিশের ধারনা প্রায় ৭০০ থেকে ১০০০ লোক এই গ্রুপের সদস্য এবং এরা সবাই কম বেশি মানুসের মাংস ভক্ষন করেছে।

পাপুয়া নিউ গিনি পুলিশ ২৯ জন মানুষ খেকো মানুষ আটক করেছে যার মধ্য আট জন নারীও রয়েছেন।এরা সবাই কম পক্ষে সাত জন মানুষকে সরাসরি হত্যা এবং ভক্ষণের সাথে জড়িত। অনেক পত্রিকা অবশ্য লিখেছে এই সাত জনই ডাক্তার ছিলেন।
কোর্টে এরা সবাই স্বীকার করেছে যে তারা ডাক্তার হত্যার সাথে জড়িত ছিল এবং তারা এই জন্য অনুতপ্ত নয়। তাদের ভাষ্য মতে এইসব ডাক্তাররা ভয়ংকর কালো বা জাদুকরী বিদ্যার চর্চা করতে। এবং গ্রামবাসীদের কাছ থেকে খাবার এবং মেয়ে মানুষ দাবি করতে। এবং ওদের সংস্কার মতে নিজ স্ত্রী বা কুমারী মেয়ে কে কালো বিদ্যা উপসানকারি কে দিল ভয়ংকর বিপদ হতে পারে।
তারা ডাক্তারকে হত্যা করে তার মগজ কাচাই ভক্ষন করেছে এবং পুরুষাঙ্গের স্যুপ করে খেয়েছে। তাদের ধারনা এর ফলে তারা ডাক্তারের কালো বিদ্যা অর্জন করছে এবং তারা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়েছে । এখন তাদের আর কোন রোগ হবে না এবং তারা সবাই বুলেট প্রুফ হয়ে গেছে।
পাপুয়া নিউ গিনির পুলিশের ভাষ্য মতে গত কয়েক বছর ধরে মানুষ হত্যা এবং ভক্ষণের মত পুরাতন রেয়াজ আবার বেরে গেছে। গত বছরের ধর্মীয় আচার অনুষ্ঠানে নিজ সন্তান হত্যা করে সবাই নিয়ে ভক্ষণের একটি ঘটনাও পুলিশ তদন্ত করে দেখছে।
সোর্সঃ Click This Link
Click This Link
Click This Link
পাপুয়া নিউ গিনি নিয়ে আমার আগের কিছু লেখা।

পাপুয়া নিউ গিনি মানুষ খেকোদের দেশ ৪ ( মানুষ খেকোদের গল্প)
পাপুয়া নিউ গিনি মানুষ খেকোদের দেশ ৩ ( মানুষ খেকোদের গল্প)
"পাপুয়া নিউ গিনি" মানুষ খেকোদের দেশ ২ ( ছবি ব্লগ )
"পাপুয়া নিউ গিনি" মানুষ খেকোদের দেশ ১।(ভ্রমন/ছবি ব্লগ)