এই গানটা আমার খুবই পছন্দের।শুনলেই চখে পানি চলে আসে।আর সেই সাথে আসে মনে এক প্রশ্ন। প্রশ্ন বলার আগে গান টা আবার শুনে নেই। ওহ না না পড়ে নেই।
এটা কি 2441139
(অন্জন দত্ত)
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছনা।(২)
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যস
স্টার্টিংএই ওরা এগারশ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছনা?
এটা কি 2441139 বেলা বোস তুমি পারছ কি শুনতে?
দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো 2441139 দিননা ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরী খুব জরুরী দরকার।
সপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধসাষ কত প্রতিক্ষা(২)
আর কিছুদিন তার পর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেওয়ালের ঘর
সাদা কালো এই জন্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নীল সংসার।
এটা কি 2441139 বেলা বোস তুমি পারছ কি শুনতে?
দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো2441139 দিননা ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরী খুব জরুরী দরকার।
চুপ করে কেন? একি বেলা তুমি কাদছ?
চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি
কান্না কাটি হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো?তুমি শুনতে পাচ্ছ কি?(২)
এটা কি 2441139 বেলা বোস তুমি পারছ কি শুনতে?
দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো 2441139 দিননা ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরী খুব জরুরী দরকার।
হ্যালো2441139
2441139 দূর ছাই2441139....।হ্যালো2441139......
আশা করছি গানটা আপনাদেরও ভাল লাগে।এখন আমার প্রশ্ন হল বেলা বোস কেন কাদছে? চাকরী পাবার খুশিতে নাকি অনেক দেরী হয়ে গেছে তাই।বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়।যদিও আমি ভাবতে চাই কান্নাটা খুশির। কে বলে দেবে?