পূর্নিমার এক সন্ধ্যা রাতে গিয়েছিলাম দূরের মেলায়।
ভীরু পায়ে চাঁদটি আমার সঙ্গী হলো যেন আমার বুক পকেটে।
তাকিয়ে দেখি গাছের পাতার ফাঁকে ফাঁকে সাদা-কালো মেঘ ছাড়িয়ে সে থাকে আমার সাথে সাথে।
বন্ধুরা সব মত্ত থাকে পুতুল নাচ আর ভোজবাজিতে।
আমি ভাসি যোজন দূরে সপ্তর্ষীমন্ডলের মালা হয়ে পূর্ণতিথি পূর্নিমাতে তার বুকের গন্ধ মুখে মেখে।
হাজার বছর পিছে ফেলে -
বন্ধুরা সব গল্প করে পুতুল নাচের, কেমন করে ফিনকি দিয়ে রক্ত বেরোয় জাদুকরের কাটা গলায়।
আমার সেসব পড়ে না মনে।
ভোজবাজির এক মোহের খেলায় চাঁদটি গলে শিরায়-শিরায় জোৎস্নার ফুল ফোটে সব গন্ধ আসে নাকের ডগায়।
এখন আমি বুঝতে পারি উত্তরীয় শীতল হাওয়ায় উড়েছিল মেঘের পালক সামান্য এক পায়ে হাঁটা
মেলার পথে যায় না আঁকা ত্রিভুজীয় আলোকছটা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ ভোর ৫:৫৬