স্মৃতিগুলো বেদনার মেঘ হলে মানুষেরা বৃষ্টি পাগল নদী হয়ে যায়।
আকাশবিদ্যা রপ্ত পাখিদের স্মৃতিমন্থনে বৃষ্টি শেষে বীজের মতো অঙ্কুরিত হয় নান্দনিক কবিতা।
জলজ অভিজ্ঞান রপ্ত করার আগেই সূর্যের পায়ের শব্দে জেগে উঠে নদী
তাই লাল আভা ভেঙে যায় ঢেউয়ে। মানুষের স্মৃতির রঙগুলো লালরঙা আনন্দের অথবা বেদনার।
সাত সমুদ্রের মালা অস্বীকার করতে পারে না মৌসুমী মেঘ।
অথচ গোলাপের সংবর্ধনায় সাদা মেঘ কালো হয় আর বজ্রপাতে পুড়ে যায় সবুজ বন।
আমি স্মৃতিমগ্ন হলেই টের পাই একখণ্ড সবুজ ভূমি আমার বুক
নদী অথবা সমুদ্র ঢেউয়ে পার ভাঙার মতো ভেঙে পড়ে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৪৩