ফিকে ছাই রং স্বপ্ন ধূলো উড়িয়ে যায়
বাতাসে ভাসে মাদকতা
এই নাগরিক জীবন আয়নার ওপারে নিস্তেজ দাড়িয়ে থাকে,
যেনো নাটকের শেষ দৃশ্যে নায়কের মৃত্যু!
আহা জীবন যদি মালগাড়ি হতো
প্রতি স্টেশনে বদলে ফেলতাম দেহের বর্জিতাংশ|
অন্ধকারে সুতোর মতো দালান গজাচ্ছে
সব কটা বিদঘুটে লাল, তাইতো বলি এ শহর আমার না!
চিলেকোঠায় মুগ্ধতা উপহাস করে
লাল-সাদাতে দেয়ালে পিঠ ঠেকে যায়
ছুটে চলি পেছনে সামনে
তোমার আমার দুরত্ব বেড়ে যায় নিঃশ্বাস গতিতে|
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১