হাজার মুগ্ধতায় জড়ানো নিবিড়তা,
যা তার একান্তই নিজের।
ঠিক শীতের রাতে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ভাসা সাদা মেঘ।।
একবার ঘর ছাড়লে আর সে ঘরে ফিরতে ইচ্ছে হয় না।
ঝি ঝি পোকার ডাক, মাঝে মাঝে দু-একটা পাখির নিঃশব্দে উড়ে যাওয়া।
ওই অখল চাঁদটার কাছে সমস্ত পৃথিবী তখন ঋণী হয়ে থাকে।।
তুমি জাননা মাহাতাব,, আজকের এই রাতটার ভীষণ রকমের অপেক্ষায়
ছিলাম আমি!!
চাঁদের এই নিষ্কলঙ্ক হাসিতে ভরে রবে আমার সমস্ত উঠোন
দখিণা বাতাসে ভেসে আসবে হাস্নাহেনার সুবাস।
চোখের কোণে ভেজা অঞ্জন শুকিয়ে গেলে তুমি বুঝে নিও
আজ কৃষ্ণপক্ষের শেষ তিথি...