বলতে চাওয়া কথার তাপে
জর এসে পরা সেই আমিই
বলে যাই অবলিলায়
এফ ওয়ার্ড কত গালাগালি
বংশ ঊদ্ধার করি কত বিখ্যাত মানুষের।
আমিকি আমি?
নাকি চারপাশে থেকে সংগ্রহিত
কিছু প্রোগ্রামের সমষ্টি?
(পদ্যের মত কিছু একটা৩)
কাচের বাক্সে জমানো নানা রঙের অনুভূতিগুলো
চোখ বুঝলেই সামনে হাত বারালেই ছায়া
অনুভূতি অভিজ্ঞতা ফিরে পাওয়ার অস্থিরতায়
হাতড়ানো সময়টুকুই একমাত্র সম্বল
এ ছাড়া বাকি নেই কিছুই
তাই এ বিষাদবিলাষ কেবল
অনুভূতির জন্যই
কোন একদিন একটা সার্থক কবিতা লেখমু এইরকম চিন্তা বা ইচ্ছা নাই।৭ম শ্রেনীতে পরার সময় মিলান্তি টাইপ পদ্য লেইখ্যা যে ডায়রিটা ভর্তি করছিলাম ৯ম এ উইঠ্যা তা চুলার পাশে আবিস্কার করছিলাম এবং চুলায় পুরছিলাম।ভার্চুয়াল জায়গা পাইয়্যা ভাবলাম বর্তমান ডায়েরির অখাদ্যগুলা এইখানেই জমা করি।নিয়ম নীতি কিছু জানিনা পদ্যের ১২ বাজাইয়া থাকলেও কেউ মাইন্ড খ্যাইয়েন্না প্লিজ।