এখন আসিফ
প্রতিবাদ সমাবেশের ছবি
আজ বুধবার, ১৬ই জানুয়ারি ২০১৩, বিকেল ৩:৩০ এ। জাদুঘরের সামনে। শাহবাগ মোড়।
ফেইসবুক ইভেন্ট পেইজ
আসিফের বক্তব্য মামলার এজহার: "আমি আসিফ মহিউদ্দীন, ঠিকানা স্থায়ী:----, বর্তমান ঠিকানাঃ -------। --- রোডের বাসা থেকে গত ১৪/০১/২০১৩ইং তারিখে সন্ধ্যা ৮.৩০ টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কর্মস্থলের প্রবেশের আগ মুহূর্তে রিক্সা ভাড়া দেয়ার সময়, কর্মস্থলের গেটে অপেক্ষারত তিন জন যুবক আমাকে অতর্কিতে আক্রমণ করে। ঐ তিন জন যুবক প্রথমেই আমার মুখ ঢেকে ফেলেছিল ও চাপাতির বাঁট দিয়ে আমার চশমা ফেরে দিয়েছিল বলে তাদের আমি চিনতে পারিনি। তারা চাপাতি, ছুরি ও ড্যাগার দিয়ে পেছন থেকে আমাকে আক্রমণ করে। একটি ছুরি আলামত হিসাবে হিসাবে আবেদন পত্রের সাথে যুক্ত করা হলো। তারা আমার ঘাড়ে দু’টি, কাধেঁ দুটি, পিঠে দুটি ও তলপেটের নীচে একটি (মোট ৭টি) আঘাত করে, এরপর তারা পালিয়ে যায। আমি আহত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে গেলে তারা আমাকে ভর্তি করতে রাজী হয়নি। এরপর মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতারে গেলে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে এই হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী আশংকাজনক অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমার ঘাড়ে অস্ত্রপচার করে ক্ষতগুলো জোড়া লাগানো হয়।
আমি সামাজিক গণমাধ্যমের সাথে যুক্ত এবং বাক স্বাধীনতার আন্দোলনের কর্মী। আমি মুক্ত গণ মাধ্যমে ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে থাকি। আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে অনেকবার আমি অজ্ঞাতনামা অনেকের হুমকির মুখোমুখো হয়েছি। অনেকবার আমাকে সে সব মুক্ত গণমাধ্যমে প্রাণ নাশের হুমকিও দেয়া হয়েছে। বিশেষত যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও সরকারের নানা গণ-বিরোধী সিদ্ধান্তের সমালোচনা করায় বিভিন্ন গোষ্ঠী আমার উপর বিরূপ ছিল। জামায়াত, শিবির ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহারীর এর মতো সংগঠন এই ঘটনায় যুক্ত আছে বলে আমি আশংকা করছি। এছাড়া সাম্পতিক কালে গুম খুনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে মনে হয় যে, ক্ষমতাসীন দলের অতিউৎসাহী চক্র অথবা অন্য কোন চক্র আমার এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।
বর্তমানে প্রাণে বেঁচে গেলেও ভবিষ্যতে আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি সন্দিহান। আমি আইনের শাসনে বিশ্বাসী। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দারস্থ হয়েছি। তাই আপনাকে ঘনাস্থলের থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমার উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ফৌজদারী মামলা নথিভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি।"
আসিফকে কেবিনে নেয়া হয়েছে, সকালেই। আশা করি কোন জটিলতা আর দেখা দেবে না। বেঁচে ওঠো আসিফ।
ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত
Post operation recovery is very important.
operation successful.
এই মাত্র খবর পেলাম ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত হয়ে উত্তরার একটি হাসপাতালে রয়েছেন। ছুরিরকাঘাতের কারণ সর্ম্পকে কিছুই জানিনা। তিনি ছুরির আঘাত নিয়ে নিজেই হাসপাতালে পৌছান। তার পরিচিতরা ইতোমধ্যে উত্তরার দিকে রওনা দিয়েছেন।
আসিফ আছেন উত্তরার ১১ নং সেক্টরের মনসুর আলী হাসপাতালে, বুকে পিঠে দু জায়গাতেই আঘাত আছে। ডাক্তারের সাথে কথা বলেছেন বাকী । ব্লগার সেলিম আনোয়ার আমার অনুরোধ জানামাত্র সাহায্য করতে ইতোমধ্যে ছুটে গিয়েছেন। তিনি হাসপাতালে আছেন। আসিফ এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে।
আঘাত গুরুতর। তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। আসিফের আত্মীয়, দুলাভাই সাথে আছেন।
asif is now at ot.ৱ
এই মাত্র খবর পেলাম ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত হয়ে উত্তরার একটি হাসপাতালে রয়েছেন। ছুরিরকাঘাতের কারণ সর্ম্পকে কিছুই জানিনা। তিনি ছুরির আঘাত নিয়ে নিজেই হাসপাতালে পৌছান। তার পরিচিতরা ইতোমধ্যে উত্তরার দিকে রওনা দিয়েছেন।
আসিফ আছেন উত্তরার ১১ নং সেক্টরের মনসুর আলী হাসপাতালে, বুকে পিঠে দু জায়গাতেই আঘাত আছে। ডাক্তারের সাথে কথা বলেছেন বাকী । ব্লগার সেলিম আনোয়ার আমার অনুরোধ জানামাত্র সাহায্য করতে ইতোমধ্যে ছুটে গিয়েছেন। তিনি হাসপাতালে আছেন। আসিফ এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে।
আঘাত গুরুতর। তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। আসিফের আত্মীয়, দুলাভাই সাথে আছেন।এখন আসিফ
প্রতিবাদ সমাবেশের ছবি
আজ বুধবার, ১৬ই জানুয়ারি ২০১৩, বিকেল ৩:৩০ এ। জাদুঘরের সামনে। শাহবাগ মোড়।
ফেইসবুক ইভেন্ট পেইজ
আসিফের বক্তব্য মামলার এজহার: "আমি আসিফ মহিউদ্দীন, ঠিকানা স্থায়ী:----, বর্তমান ঠিকানাঃ -------। --- রোডের বাসা থেকে গত ১৪/০১/২০১৩ইং তারিখে সন্ধ্যা ৮.৩০ টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কর্মস্থলের প্রবেশের আগ মুহূর্তে রিক্সা ভাড়া দেয়ার সময়, কর্মস্থলের গেটে অপেক্ষারত তিন জন যুবক আমাকে অতর্কিতে আক্রমণ করে। ঐ তিন জন যুবক প্রথমেই আমার মুখ ঢেকে ফেলেছিল ও চাপাতির বাঁট দিয়ে আমার চশমা ফেরে দিয়েছিল বলে তাদের আমি চিনতে পারিনি। তারা চাপাতি, ছুরি ও ড্যাগার দিয়ে পেছন থেকে আমাকে আক্রমণ করে। একটি ছুরি আলামত হিসাবে হিসাবে আবেদন পত্রের সাথে যুক্ত করা হলো। তারা আমার ঘাড়ে দু’টি, কাধেঁ দুটি, পিঠে দুটি ও তলপেটের নীচে একটি (মোট ৭টি) আঘাত করে, এরপর তারা পালিয়ে যায। আমি আহত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে গেলে তারা আমাকে ভর্তি করতে রাজী হয়নি। এরপর মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতারে গেলে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে এই হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী আশংকাজনক অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমার ঘাড়ে অস্ত্রপচার করে ক্ষতগুলো জোড়া লাগানো হয়।
আমি সামাজিক গণমাধ্যমের সাথে যুক্ত এবং বাক স্বাধীনতার আন্দোলনের কর্মী। আমি মুক্ত গণ মাধ্যমে ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে থাকি। আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে অনেকবার আমি অজ্ঞাতনামা অনেকের হুমকির মুখোমুখো হয়েছি। অনেকবার আমাকে সে সব মুক্ত গণমাধ্যমে প্রাণ নাশের হুমকিও দেয়া হয়েছে। বিশেষত যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও সরকারের নানা গণ-বিরোধী সিদ্ধান্তের সমালোচনা করায় বিভিন্ন গোষ্ঠী আমার উপর বিরূপ ছিল। জামায়াত, শিবির ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহারীর এর মতো সংগঠন এই ঘটনায় যুক্ত আছে বলে আমি আশংকা করছি। এছাড়া সাম্পতিক কালে গুম খুনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে মনে হয় যে, ক্ষমতাসীন দলের অতিউৎসাহী চক্র অথবা অন্য কোন চক্র আমার এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।
বর্তমানে প্রাণে বেঁচে গেলেও ভবিষ্যতে আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি সন্দিহান। আমি আইনের শাসনে বিশ্বাসী। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দারস্থ হয়েছি। তাই আপনাকে ঘনাস্থলের থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমার উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ফৌজদারী মামলা নথিভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি।"
আসিফকে কেবিনে নেয়া হয়েছে, সকালেই। আশা করি কোন জটিলতা আর দেখা দেবে না। বেঁচে ওঠো আসিফ।
ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত
Post operation recovery is very important.
operation successful.
এই মাত্র খবর পেলাম ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত হয়ে উত্তরার একটি হাসপাতালে রয়েছেন। ছুরিরকাঘাতের কারণ সর্ম্পকে কিছুই জানিনা। তিনি ছুরির আঘাত নিয়ে নিজেই হাসপাতালে পৌছান। তার পরিচিতরা ইতোমধ্যে উত্তরার দিকে রওনা দিয়েছেন।
আসিফ আছেন উত্তরার ১১ নং সেক্টরের মনসুর আলী হাসপাতালে, বুকে পিঠে দু জায়গাতেই আঘাত আছে। ডাক্তারের সাথে কথা বলেছেন বাকী । ব্লগার সেলিম আনোয়ার আমার অনুরোধ জানামাত্র সাহায্য করতে ইতোমধ্যে ছুটে গিয়েছেন। তিনি হাসপাতালে আছেন। আসিফ এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে।
আঘাত গুরুতর। তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। আসিফের আত্মীয়, দুলাভাই সাথে আছেন।
asif is now at ot.ৱ
এই মাত্র খবর পেলাম ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত হয়ে উত্তরার একটি হাসপাতালে রয়েছেন। ছুরিরকাঘাতের কারণ সর্ম্পকে কিছুই জানিনা। তিনি ছুরির আঘাত নিয়ে নিজেই হাসপাতালে পৌছান। তার পরিচিতরা ইতোমধ্যে উত্তরার দিকে রওনা দিয়েছেন।
আসিফ আছেন উত্তরার ১১ নং সেক্টরের মনসুর আলী হাসপাতালে, বুকে পিঠে দু জায়গাতেই আঘাত আছে। ডাক্তারের সাথে কথা বলেছেন বাকী । ব্লগার সেলিম আনোয়ার আমার অনুরোধ জানামাত্র সাহায্য করতে ইতোমধ্যে ছুটে গিয়েছেন। তিনি হাসপাতালে আছেন। আসিফ এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে।
আঘাত গুরুতর। তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। আসিফের আত্মীয়, দুলাভাই সাথে আছেন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০