জোধা বাই কে ছিলেন? প্রচলিত রয়েছে যে তিনি ছিলেন সম্রাট আকবরের স্ত্রী। কয়েক বছর আগে বলিউডে জোধা-আকবর নামের সিনেমাতেও জোধা বাইকে আকবরের স্ত্রী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। কিন্তু বিশিষ্ট ইতিহাসবিদ সতীশ চন্দ্র ঐতিহাসিক তথ্য-প্রমাণ থেকে স্পষ্টভাবে দেখিয়েছেন জোধা বাই সম্রাট আকবরের স্ত্রী নন বরং তার পুত্রবধু। অর্থাৎ জোধা বাই সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।
সতীশ চন্দ্র লিখেছেন, মুঘল যুগের কোন পারসিয়ান দলিলে জোধা বাই নামটির উল্লেখ নেই। জেমস টডের বিখ্যাত ‘অ্যানালস অ্যান্ড অ্যানটিকুইটিজ অব রাজস্থান’ গ্রন্থে জোধাকে সম্রাট শাহজাহানের মা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সিকান্দ্রাতে তার সমাধির অবস্থান সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
জি এন ওঝা তার ‘হিস্টরি অব জোধপুর’ গ্রন্থে উল্লেখ করেছেন মানি বাই-এর নাম। এই মানি বাইয়ের পিতার নাম রাজা উদয় সিং, মানির বিয়ে হয়েছিল শাহজাদা সালিমের সঙ্গে। আর জোধপুরের অধিবাসী হওয়ায় মানি বাই পরিচিত হয়েছিলেন জোধা বাই নামে।
সতীশ চন্দ্র লিখেছেন, যে একমাত্র দলিলে আমি জোধা বাই নামটি পেয়েছে সেটি হল ‘জোধপুর রাজ্য কি খায়াত’। ‘জোধপুর রাজ্য কি খায়াত’ এ লিখিত আছে-“মানি বাই, যার আরেক নাম জোধ বাই ১৬২৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বিয়ে হয়েছিল শাহজাদা শাহ সালিম জাহাঙ্গীরের সঙ্গে। পাদশাহ আকবর তার নাম দেন তাজ বিবি। তার নামে আগ্রায় প্রতিষ্ঠিত হয় তাজ গঞ্জ।পাদশাহ শাহজাহান ছিলেন তার পুত্র।”
সতীশ চন্দ্র লিখেছেন, ‘যুক্তিসঙ্গতভাবেই বলা যায় যে জোধা বাই ছিল মানি বাইয়ের আরেক নাম। তিনি ছিলেন জোধপুরের রাজা উদয় সিং এর কণ্যা।’ অন্যদিকে সম্রাট আকবরের এক স্ত্রীর নাম ছিল মারিয়ামুজ-জামানি, যাকে প্রচলিত মতে জোধা বাই এবং শাহজাদা জাহাঙ্গীরের মাতা হিসেবে বিবেচনা করা হয়। এই মারিয়ামুজ-জামানি যে ই হোন না কেন তার পিতা ছিলেন আম্বেরের রাজা ভার মল। তিনি ঠিক আকবরের স্ত্রী ছিলেন কি না সে বিষয়টিও নিশ্চিত নয়।
Source :Chandra, Satish, State, Society, and Culture in Indian History, Oxford University Press, 2015. (page-93-95)