
[ওই বৃদ্ধা]
সেদিন ছিলো ১লা জুন, ২০১২, সময়ঃ সকাল ৮ টা থেকে ৮:৩০ এর মত।
উত্তরা আজমপুর ওভার ব্রিজের উপর পশ্চিম পাশে আমি দাঁড়িয়ে আছি। একটি ব্রিদ্ধা বসে ভিক্ষা করছে, শুধু আল্লাহ আল্লাহ করছে। কিছু মানুষ টাকাও দিয়ে যাচ্ছে । আমি দাঁড়িয়ে আছি। ভাবছি একবার পেপারে পড়েছিলাম অনেকে নাকি এসব বৃদ্ধাদের দিয়ে ভিক্ষা করিয়ে ব্যবসা করে।
কি করুন মনে হয় এদের দেখে। অনেক্ষন দাঁড়িয়ে ছিলাম সেখানে।
হঠাট এক মহিলা এসে বৃদ্ধার পরে থাকা টাকাগুলো গুছিয়ে নিলো, এমনকি বৃদ্ধা গায়ের জামার পকেট চেক করে কয়েকটি টাকা নিয়ে চলে গেল।
মহিলা কে দেখে চেনা চেনা মনে হলো, পরে খেয়াল করে দেখলাম এই মহিলা টি প্রথম দিকে একবার এ পাশ থেকে যাওয়ার সময় ভিক্ষাও দিয়ে ছিলো।
আমি ব্যাপারটা মেনে নিতে পারলাম না। কিন্তু কি করব, আমি যে একা! আগে জেনেছি এদের সংঘবদ্ধ দল আছে, তাই ভয়ে কিছুই করার সাহস পেলাম না। তবে বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম
* কথা বলতে পারেন কি না?
*** মাথা নাড়িয়ে বললো 'না'
* যে মহিলা টাকা নিয়ে গেল, আপনি কি ওনার বাসায় ভাড়া থাকেন?
*** হুম (মাথা নাড়িয়ে)
* আপনার ছেলে/মেয়ে খবর রাখেনা?
*** মাথা নাড়িয়ে 'না"
আর কিছু জিজ্ঞাসা করলাম না। চুপি চুপি তার ছবি উঠালাম।
আমি যখন পশ্চিম সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি, খেয়াল করলাম ওই শয়তান মহিলা টা আরামে বসে আছে (হয়তো একটু পর পর আবার যেয়ে টাকা নিয়ে আসবে)
পাশে একটা পিচ্চি লেবু বিক্রি করছে, আমি লেবুর দাম জিজ্ঞাসা করলাম, আর গোপনে ছবি তুলে নিলাম।
আমার দূঃখ আমি কিছুই করতে পারলাম না , অথচ চোখের সামনে এমন একটা অপরাধ দেখলাম।
আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ যদি উত্তরা আজমপুরের কাছে থাকেন তাহলে সকাল বেলা একটু খেয়াল করবেন ওভার বৃজে, যদি খুঁজে পান, কিছু করতে পারলে করবেন।

[বৃদ্ধা]

[ওই শয়তান মহিলা]

[ওই শয়তান মহিলা লাল শাড়ি পরা]