
তুই এর মাকে কথা দেয়া ছিল টেম্বার বয়স দুই মাস হলে তাদেরকে ঘুরতে নিয়ে যাব। কক্সবাজার ছাড়া অন্য কোন সহজ অপশন পাচ্ছিলামনা , অবশ্য এই খানে আমার উদ্দেশ্য ভিন্ন। এক নাম্বার হচ্ছে- আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছিলো আর দুই নাম্বার হল , তাহলে একই সাথে ছেলেকে চট্টগ্রামে তার দাদা বাড়িও ঘুরিয়ে আনা যাবে।
তার উপর ছেলের যেদিন দুই মাস পূর্তি সেদিন আমাদের ম্যারেজ ডে ও, মার্চের ২৪ তারিখ । এক ঢিলে অনেক পাখি কুপোকাত করার একটা ভাল সুযোগ


পনের ষোল ঘন্টা বাস জার্নি করা টাফ হবে চিন্তা করে ভাবলাম নিজের বিমানে করে যাওয়াটাই বুদ্ধী মানের কাজ হবে। ইউনাইটেড এয়ারের কিছু শেয়ার কর মউকুফের সুবিধা নেয়ার কারনে আমার দখলে, আর তখন থেকেই এটাকে নিজের বিমান বলাটাই সমীচিন মনে করি













মাথা মোটা বাঙ্গালী একেই বলে - খেলবে কোথায় !!!
