জীবনে প্রথম বই পড়া যদি হয় বিখ্যাত রুশ লেখকদের কোনো বই তাহলে আপনার জীবনে তার প্রভাব পড়তে বাধ্য হবে ; রুশ লেখকদের বই পড়ে আশপাশের লেখাকে পানসে মনে হয়, এমনটা বলতে শুনেছি অনেকের কাছেই। রুশ লেখকরা যা বই উপহার লিখেছে, তা জ্ঞান/প্রজ্ঞার একটুখানি স্পর্শ পাওয়া যায়। আমি রুশ লেখকদের বই পড়িনি, তবে আশপাশের মানুষের কর্মকান্ড আমাকে বাধ্য করেছে উনাদের সম্পর্কে জেনে কিছু পড়তে। ব্লগে একজনের রাশিয়ান শৈশব আছে, উনি হয়তো সুযোগ বুঝে সোনার বাংলা ছেড়ে রাশিয়ার উড়াল দিয়ে বাসা বানাবেন।
উনাদের জীবনকাল এখন হলে সুবিধা হতো, বিভিন্ন ইন্টারভিউ থেকে, বই প্রমোট থেকে উনাদের বুঝতে সুবিধা হতো।কিন্তু সেটার উপায় নেই, লেখা বিভিন্ন বইয়ে উনাদের চিনতে পারার ফর্মুলা রয়েছে। টলস্টয় কেন নোবেল পায়নি, সেটা নিয়ে বির্তক চালু রাখা যেতে পারে।কিন্তু উনার বই পড়ে আপনার কি মনে হয়েছে, আপনি আফফ্রেড নোবেল হলে নিজে গিয়ে দিয়ে আসতেন নোবেল। গোর্কির মা " পড়ে কি মনে হয়েছে, বায়েজিদ বোস্তামীর মা' ভার্সনের সাথে মিল পাওয়া গিয়েছে?
গতকাল দস্তয়ভস্কির 'Brothers Karamazav' নিয়ে কিছু কন্টেন্ট চোখে পড়লো, নিজের ভেতর আগ্রহ জন্মালো,বই নিয়ে বিভিন্নজনের কথা শুনলাম,লেখা পড়লাম ; সামারি দেখলাম। আমার কাছে মনে হয়েছে যে, এই বই লিখে উনি তৎকালীন সময়ে বিশাল জগৎে প্রবেশ করার দরজা খুলে দিয়েছিলেন বাকিদের জন্য।কারণ বইটি বিভিন্ন ভিউ পয়েন্টে আইডোলজির দ্বন্দ ও হিউম্যান সাইকোলজির সর্বোচ্চ ভার্সন। সে দরজা দিয়ে প্রবেশ করে অনেক প্রোডাক্টের সাথে আমরা পরিচিত হয়ে, বলাবলি করেছি পরে। তাদের মধ্যে - নিটশে,ফ্রয়েড ও নুহাশপল্লীর মালিক হুমায়নও রয়েছে।