নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, সুপ্রিয় ব্লগারগণ! আশা করি সবাই ভালো আছেন। সূর্য উঠতে এখনো বেশ কয়েকটা ঘণ্টা বাকি। তবু, বলতে চাই, আজ আমার জন্যে বিশেষ একটি দিন। এই দিনেই আমি রাহমিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা সিলেটে থাকায় এবং আমার পরিবারবর্গের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করায় এবারে কেক কেটে দিনটি শুরু করা যাচ্ছে না। তাই, কিছুটা পানসে লাগতেই পারে!
তবে, একটি কাজ আজ বেশ আনন্দ দিয়েছে আমাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা ১৪-জন ব্লগারকে সুন্দরবন কুরিয়ারে করে টি-শার্ট পাঠিয়ে দিয়েছি। আহাঁ কি আনন্দ আকাশে-বাতাসে!!!

আমি কথা দিয়েছিলাম ২১-জনকে ২১টি টি-শার্ট পাঠাবো। প্রথম ১৪-জন ছাড়া বাকিদেরটা ইদের পরেই পাঠানোর ব্যবস্থা করছি।
আমি নিশ্চিৎ, এই উপহার আপনাদের আমার মতোই আনন্দিত করবে! বলাই বাহুল্য যে, আমার টি-শার্টটি আমিই প্রথম প্যাকেট থেকে খুলে পড়ে দেখেছি। সূতি হওয়ায় পড়তে বেশ আরামের! তবে, একটি ধোয়া দেওয়ার পরে প্রিন্টগুলো কতটুকু টিকবে ঠিক বলতে পারছি না।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১২