বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য সরকার এবং নানা পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্চে দেশি, বিদেশি চক্র, কিছু এনজিও এবং বিরোধী রাজনৈতিক দলের দিকে। এই সংঘবদ্ধ চক্র বেশ কিছু দিন ধরে চেষ্টা করছে আমাদের এই শিল্পকে ধ্বংস করার জন্য। হতে পারে সত্যিই কেউ না কেউ জড়িত আছে। আমার প্রশ্ন হচ্ছে সরকার তাহলে কি করছে? কেন তাদের ধরতে পারছে না। সমস্যা হচ্ছে আর সরকারের কর্তাব্যক্তি এবং মালিকগণ প্রশ্ন তুলছেন আর হুমকি দিচ্ছেন এটা বন্ধ করে দেবন। বন্ধ করে দিলেই কি সমস্যার সমাধান হবে? ক্ষতি কি শুধু শ্রমিকের হবে মালকদের হবে না?
শ্রমিকরা বলছেন অব্যাহত শ্রমিক অসন্তোষের মূল কারণ অন্য কিছু। শ্রমিকের বক্তব্য, গতকাল টেলিভশনের একটি খবর এবং আজকের প্রথম আলোর কয়েকটি রিপোর্ট পড়ে যা মনে হলো তা হলো লাগামহীনভাবে বাড়িভাড়া বৃদ্ধি এই অসন্তোষের মূল কারণ। কারণ যা আয় হয় তা দিয়ে জীবন চলে না ফলে অতিরিক্ত বেতনের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়। তখনই ঘটে বিপত্তি। অথচ এই সত্যটি কেউ আমলে নিচ্ছেন না। ঢাকা শহরে নানা অব্যবস্থার পিছনে এই বাড়িভাড়া বৃদ্ধি একটি বড় কারণ। এটা নিয়ে ভাবতে হবে আর শুধু ভাবলে হবে না। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুবা অসন্তোষ বাড়তেই থাকবে আর কিছু মানুষ ষড়যন্ত্রের গন্ধ খুজে বের করতে থাকবেন তাতে কাজের কাজ কতটুকু হবে তা নিয়ে সন্দেহ আছে সকলের।
প্রথম আলোকে ধন্যবাদ বিষয়টিকে সামনে আনার জন্য। এখন কথা হলো শুধু একদিন রিপোর্ট করে চুপ থাকলে হবে না এর জন্য লেগে থাকতে হবে। লক্ষে না পৌছানো পর্যন্ত চেষ্টা চালাতে হবে। বাড়িভাড়াসহ সকল অব্যবস্থা থেকে মুক্তির জন্য অন্য বিকল্প আছে কি?