গত ৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪.০০টা থেকে সন্ধ্যা ৫.৩০টা পর্যন্ত রাজশাহীর পদ্মা গার্ডেনে সামুর রাজশাহীর ব্লগারদের উপস্থিতিতে হয়ে গেল ৪র্থ ব্লগ ডে উদযাপন উপলক্ষ্যে প্রথম মিটিং। পূর্ববর্তী পোষ্ট অনুসারে ২৫ জন ব্লগারের নাম আসলেও রাজশাহীতে না থাকা, জরুরী কাজ পড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে ঐকাত্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু ব্লগার এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি।
কয়েকপ্রস্থ চা, বাদাম খাওয়ার ফাঁকে ফাঁকে ব্লগ ডে আর নাওয়ার খান (রুশান) -এর জন্য যেসব বিষয় প্রাথমিকভাবে আলোচিত হয়েছে, তা নিম্নে সংক্ষিপ্তাকারে দেয়া হল:
(১) নাওয়ার খান (রুশান) -এর চিকিৎসা সংক্রান্ত আনুষাঙ্গিক কাগজপত্র মুশাসি ভাইয়ের কাছে আসলেই তিনি, রিংকু ভাই-সহ ব্লগাররা ১৯ ডিসেম্বরের আগেই সুবিধাজনক সময়ে রুয়েট, মেডিক্যাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য সংগ্রহের চেষ্টা চালাবেন।
এছাড়াও রাজশাহীর প্রত্যেকটি সামু-ব্লগার ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে সাহায্য করবেন।
রুশানের ব্যাপারে রাজশাহীর আপডেট জানতে মুশাসি ভাইকে কল করুন এই নাম্বারে: ০১৭৪১০৭৬৮১
(২) ১৯ ডিসেম্বর ৪র্থ ব্লগ ডে তে সকাল ১১.০০টায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের নিয়ে একটি শোভাযাত্রা/র্যালী রাজশাহীর আলুপট্টি মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে সোনাদিঘীর মোড় পেরিয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে শেষ হবে।
সাহেব বাজার জিরো পয়েন্ট পেরুনোর সময় শোভাযাত্রা/র্যালীটি সেখানে ১০/১৫ মিনিট অবস্থান করার পর রাজশাহী কলেজ অভিমুখে রওয়ানা হবে।
র্যালীতে এক বা একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ব্লগারদের মতামত এবং সহযোগীতা কামনা করছি। এসময় কোন বাদ্যযন্ত্রীদল ব্যবহার করা যায় কি-না তা-ও আপনারা জানান।
(৩) র্যালী শেষে পদ্মা গার্ডেনে অথবা রাজশাহীর পদ্মার চরে গিয়ে সকল ব্লগাররা বিভিন্ন বিষয়ে আলোচনা, গান-বাজনা (নিজেরা নিজেরা) করবেন। একটা সুন্দর নৌ-বিহারেরও আয়োজন করা যেতে পারে।
(৪) সারাদিন বাইরে কাটালে খাবারের জন্য পেটে টান পড়বেই। আর তাই দুপুরের খাবার বা বিকালের নাস্তার জন্য কিছু না কিছু তো বন্দোবস্তো করতেই হবে। রান্না-বান্নার ব্যবস্থা করলে শীতের এই ছোট দিনে কাভার করা সম্ভব নয় বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে যে চিলিস থেকে প্যাকেট লাঞ্চ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
(৫) বাদ্যযন্ত্রীদল, নাস্তা, লাঞ্চ, নৌ-বিহার সব কিছুতেই একটা খরচের ব্যাপার আছে। টাকা কে দেবে? গৌরী সেন??
না, আমরা ব্লগাররা প্রত্যেকে খরচের জন্য কিছু দিবো বলে ঠিক হয়েছে। কত করে দিতে হবে, তা এখনও কিছু ঠিক করা হয়নি। কারণ, কতজন ব্লগার সেইদিন স্বশরীরে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, তার উপর মাথাপিছু টাকার পরিমাণ নির্ভর করছে। কত টাকা হলে যথাযথ হবে বলে আপনারা মনে করেন?
(৬) এবার আসা যাক নিবন্ধনের ব্যাপারে। এটা খুব একটা জটিল ব্যাপার না। ইউসুফ আলী রিংকূ ভাইয়ের মোবাইল নাম্বারে রিং করে আপনি আমাদের নিশ্চিত করতে পারেন যে, সেইদিন আপনি উপস্থিত থাকবেন। এভাবেই নিবন্ধিত হতে পারবেন। তাঁর মোবাইল ফোন নাম্বার হল: ০১৭৬৪০০০৫৪৩ । যদি ফোন নাম্বার খোলা না পান, তাহলে দয়া করে একটা মেসেজ সেন্ড করে দিয়েন। তাঁর ফেসবুক এখানে।
(৭) নিবন্ধিত ব্যক্তিরা কিভাবে এবং কার কাছে টাকা জমা দিবেন, সে ব্যাপারে আমরা এইখানে আলোচনার মাধ্যমে ঠিক করবো। টাকা জমা দেয়ার ব্যাপারটা অবশ্যই আগামী ৭ দিনের মধ্যে (মানে ১৭ ডিসেম্বর) শেষ করতে চাইছি।
উপরোক্ত বিষয়সমূহ নিয়ে খুবই প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা আমরা এখানে করতে চাইছি। অবশ্য আপনারা চাইলে আবারও ফেস-টু-ফেস বসে আলোচনা করা যেতে পারে।
আশা করছি, ব্লগ ডে আরও সুন্দরভাবে কি করে উদযাপন করা যায় সেসব বিষয়ে নতুন নতুন আইডিয়া শেয়ার এবং সেগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতা করবেন আপনারা।
কাউকে না পেলে আমাকেও নক করতে পারেন +৮৮০১৯২২৮০৭৮০৯ এখানে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৯