তখনও পর্দাজুড়ে রাজহংসী'র মত ইভাঙ্কা ট্রাম্প;
কিছুটা মিষ্টি হেসে প্রশ্নটা করে, 'কিছু শুনতে পেলেন?'
শুনছি তো চিরকাল, আমি তো ভেবেছিলাম ট্রয়ের হেলেন
লোভের রূপক শুধু, আজ দেখি তারও আছে বিভিন্ন নাম!
মানুষের ইতিহাসে রূপকের ব্যবহার অতি পুরাতন
সময়ই বিচার করে – কাকে ছুঁড়ে দেবে, কাকে করবে খাতির
তবুও খটকা লাগে, পৃথিবীটা তাহলে কি মানবজাতির
উপাসনালয় নাকি খেলাঘর? – এই ভেবে কথোপকথন:
‘আসলে কথাটা হল, “আমি যা বলেছি” তার সবটা শুনেই
“তুমি কী বুঝলে” বলো – সেটাই ভূগোলে রাখে দারুণ প্রভাব!’
আমি কী বুঝবো আর – আমার তো সংসারে শুধুই অভাব
তোমাদের খেলাতেও ‘শেষকথা’ বলে কোনও বিশেষ্য নেই...
খেলার রকমভেদে অযথা সম্ভাবনা নিচ্ছে পিছু
প্রকৃত অন্ধকারে পৃথিবী হাতড়ে ফিরে ভুল শিরোনাম!
তখনও পর্দাজুড়ে রাজহংসী'র মত ইভাঙ্কা ট্রাম্প;
আমরা ঘুমিয়ে পড়ি, কে যেন বলতে থাকে, ‘শুনছো কিছু?’
[২৮ এপ্রিল ২০১৭]
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯