আকাশলীনা
--- জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে - আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।
কী কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।
ফিরে এসো মালবিকা
--- শক্তি চট্টোপাধ্যায়
মালবিকা অইখানে যেওনাকো তুমি,
কথা কয়োনাকো অই যুবকের সাথে,
কী কথা তাহার সাথে? তার সাথে?
মালবিকা জানো তুমি ঘাসে কি লবণ?
সামনে দেওদার বন, আমি বসে আছি।
ফিরে এসো মালবিকা কী সুস্বাদ এখানে, জীবনে -
ফিরে এসো মালবিকা যুবকের সাথে তুমি যেওনাকো আর,
শান্তিনিকেতনে আমি দেখেছি পলাশ-
ফিরে এসো মালবিকা,
ও-পলাশে আমি তোমাকে সাজাবো;
রাঙা ধুলো দিয়ে আমি তোমাকে সাজাবো;
ভালোবাসা দিয়ে আমি তোমাকে সাজাবো।
ফিরে এসো মালবিকা,
যুবকের সাথে তুমি যেওনাকো আর।
এখানে মন্দিরে-মেঘে আশ্চর্য ঝংকার-
ফিরে এসো মালবিকা, ইচ্ছে করো, এখনই এসো!
অন্তহীনা
--- শাহেদ খান
ঝাপসা আলোয় গড়া মোহের জগতে
ভুল-মানুষের হাত ধরে হাঁটা পথে -
কত কবিতা'র লাশ পড়ে রয় !
প্রেমা আর ওইখানে যেও নাকো তুমি,
কথা বলো নাকো ওই ছেলেটার সাথে।
কী কথা তাহার সাথে? তার সাথে!
মহাবিশ্বের মত প্রসারণশীল যত স্বপ্নকে নিতে
আমাদের রূপকথা জাল বুনেছিল আকাশের পরিধিতে;
সে দারুণ অবুঝ বলয়ে-
তুমিই তো ছিলে একা নীহারিকা হয়ে।
হাঁসের ডানার তোড়ে ভেসে যাওয়া তারাদের স্রোতে
আজ তুমি কী দেখেছ অচেনা আলোতে?
ফিরে এসো আকাশে তোমার।
আধুনিক পৃথিবীর রসায়ন এত অস্থির!
তবু শোন, হাওয়া-জলধি'র
নরম ঢেউয়ের এই আশ্বিন রাতে
যেও নাকো তুমি ওই ছেলেটার সাথে;
ফিরে এসো ভুবনে তোমার।
আমাদের ফুলগুলো বিশ্বাস করে আছে,
ওদের পাপড়ি শুধু তুমি ছুঁতে পারবে -
............এ তোমার চিরায়ত অধিকার !
প্রেমা তুমি ফিরে এসো,
ছেলেটার সাথে তুমি যেও নাকো আর।
ছবি: নিজস্ব অ্যালবাম থেকে।