এ শহর, রাজপথ, কেতাবের খোলা পাতা
পড়া শেষ হয়ে গেছে আমাদের; অর্থাৎ-
সন্যাসী, গেরস্থ ও কবিদের।
অলিতে গলিতে শীতের নিঝুম কুয়াশা মেখে
ঘুরে দেখে বুঝে গেছি
অগম্য কিছু নেই আর
খুলে দেখা হয়ে গেছে সকল দুয়ার।
কাল রাতে এসে গেছে মেঘরঙা খাম
হে শহর, হে আমার প্রিয়তমা রাত
দিয়েছি তোমাকে যা
তার চেয়ে ঋণ বহু বেশি ছিল তাই
কাকভোরে চুপিসারে বিদায় নিলাম।