আলিঙ্গনের সবটুকু মূহুর্তকে উপেক্ষায়
অস্থিরতার সব আবেদন নিঃশেষ করে
মাটিচাপা দিয়ে নির্ঘুম রাতের যথার্থতা
বিভেদের প্রাচীর মাথা তোলে নিরঙ্কুশ।
মোহ কিংবা অস্থিরতার দেয়ালের গাঁথুনি উঠে
ঠেকে আকাশের শেষ সীমানা অবধি
বন্ধ হয়ে যায় প্রবেশদ্বার
নিষিদ্ধ হয়ে পড়ে বিশুদ্ধ ছিল যা
তুমি এবং সমুদ্রের বিপরীত সৈকত বিস্মৃত, অদৃশ্য, অলংঘ্য।
বিলাসী স্বপ্নের মধুর অত্যাচারে নির্ঘুম চোখে
ধ্বংসস্তুপ নিয়ে জমে থাকে চৌচির সব বিলাস
গন্ধে, ধুম্রতায় রাত্রির বিনাশ হয়।
তীব্রভাবে ফিরিয়ে দেয়ার পর
নিঃসংকোচ প্রত্যাখানের পরবর্তী কোন এলোমেলো ক্ষণে
যদি বিপ্লবের উত্তরণে ভাঙ্গে ভুল চেতনার বিভেদ প্রাচীর
ভগ্নস্তুপে অনুশোচনা......
পরিতাপ জন্ম দিয়ে যায় দ্বিতীয় চিন্তা
চিন্তা জড়িয়ে অতীতে ফেরার অভিপ্রায়,
সেদিন আমি সর্ব উল্লসিত, আমি’ই জয়ী।
পুনঃপ্রাপ্তিতে নয়, সত্যের পুনঃজন্মে
“ভুল মানুষকে ভালবাসলেই ভালবাসা ভুল নয়”।
কূল জুড়ে জমে আছে অলংকিত ধূলো।
***“ভুল মানুষকে ভালবাসলেই ভালবাসা ভুল নয়”- এই দর্শন বন্ধুবর সাকী'র। পুরো লেখাটা এই দর্শনের'ই অনুপ্রেরণ।
উৎসর্গ- বন্ধুতা'কে...........
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৩