..................
...................
.......................
স্কুলে ম্যাডাম তপুকে বলল কাল বাসা থেকে ৪ টা নতুন ওয়ার্ড (শব্দ)শিখে আসবা।
বাসায় এসে তপু দেখল , বাবা পেপার পড়ছে। তপু বাবাকে বলল, “ বাবা, একটা ওয়ার্ড বলত।”
বাবার মেজাজ খারাপ ছিল। বলল, “ ভাগ গাধা”।
এরপর তপু গেল রান্নাঘরে । মা রান্নাঘরে কাজ করছে। তপু মা কে বলল, “ মা, একটা ওয়ার্ড বলত।”
মা কাজে ব্যস্ত ছিল, নিজের অজান্তেই বলল, “ মাখনের ডিব্যা ”।
পরদিন তপু বাসে করে স্কুলে যাচ্ছে। হঠাৎ শুনল এক লোক কোন একটা কারণে বলছে,
"প্রাইভেট ল্যাটরিন ”।
তপু ভাবল যাক আরেকটা ওয়ার্ড শিখলাম।
বাস থেকে নেমে স্কুলে যাচ্ছে, শুনল এক ছেলে একটা মেয়েকে বলছে, “ আজ নয় ডারলিং, কাল”।
ক্লাসে ম্যাডাম জিজ্ঞেস করল, তপু একটা ওয়ার্ড বলত।
তপু বলল, “ ভাগ গাধা”।

ম্যাডাম গেল রেগে।

তপু বলল, “ মাখনের ডিব্যা ”।

ম্যাডাম আরও রেগে গেল।

তপু বলল, “ প্রাইভেট ল্যাটরিন”।

ম্যাডাম বলল, “ দাঁড়াও আমি আজকেই হেড স্যারকে নালিশ করব।”
তপু বলল, “ আজ নয় ডারলিং, কাল”।
