গত পরশুদিন উত্তরা ৪নং সেক্টরের ২নম্বর রোডে এক আত্নীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। বের হবার সময় আমার শাশুড়ি ওদের বাড়ির গাছপালা দেখছিলেন। ওখানে ল্যাংড়া আম, আমড়া গাছ ছিল। মা (শাশুড়ী) বললেন, এতো সুন্দর গাছ? আমি তাকালাম। আমার চোখ গিয়ে পড়ল গাছ দুটোর মাঝখানে গ্যারেজের ছাদে। হঠাৎ মনে হলো একটা বিড়াল ঘুমিয়ে আছে যার ২টা মাথা। পরে বুঝলাম আসলে পিছনে আরেকটা বিড়াল আছে, যে টা সামনের বিড়ালের গলার উপর মাথা রেখে ঘুমাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছিল।
পথে আসতে আসতে ভাবলাম, কি অবস্থা আমার গাছে ফল ধরেছে না কি ধরেনি সেটা দেখলাম না, দেখলাম বিড়াল!
বি: দদ্র: বিড়াল নিয়ে প্রথম পোস্ট
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৭