তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে
আমি তোমার কাছে আসতে পারি!
তুমি শুধু একবার বলো-
আসো।
আমি তোমার জন্য হিমালয়টা
চূর্ণ করতে পারি মুহূর্তে,
শুধু আমার একটা ছোট্ট দীর্ঘশ্বাসে!
আমি তোমার তৃষ্ণায় এতই তৃষ্ণার্ত যে
আস্ত যমুনা গিলে নিতে পারি
এক চুমুকে,
খরচ হতে পারে এক মাইক্রো সেকেন্ড মাত্র!
কতদিন তোমায় দেখিনা!
আমার বুভুক্ষু চোখে তাকিয়ে দেখো
কত শত গিরিখাদ জমা হয়ে আছে!
আমার আঙুল গুলো প্রজাপতি হয়না কতদিন;
তোমার এলোকেশে!
আমি স্বপ্নকে রঙিন করে দিতে পারি নিমিষে!
তুমি শুধু একবার বলো-
দেখব।
আমার একটা গানের দৈর্ঘ্য হতে পারে অন্ততঃ এক হাজার বছর!
তুমি শুধু একবার বলো-
শুনব।
তুমি যদি বলো তো পদ্মা ভরিয়ে দিতে পারি জলে
বালিয়াড়ির থাবা থেকে,
সেখানে থাকবে কেবল চিকিমিকি জ্যোৎস্না!
তুমি শুধু একবার বলো-
ভাসব।
করাত কলের নিচে চিরে দেবো বুক!
তুমি শুধু একবার বলো-
আসব।