আজকে ২১ ফেব্রুয়ারী দিনটা জাতীয় পর্যায়ে যেমন গুরুত্বপূর্ণ একটি দিন, আবার সামু ব্লগারদের জন্যও এই দিনটি আনন্দের একটি দিন। কারণ এই দিনটি আমাদের অতি প্রিয়, সমাজ সচেতন, চিন্তাশীল, হৃদয়বান এবং মেধাবী ব্লগার মনিরা সুলতানা আপুর শুভ জন্মদিন।
আসুন সবাই আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। উনি যেন পরিবার পরিজন নিয়ে সুখে এবং শান্তিতে থাকেন এই দোয়া করি। আরও বেশী বেশী কবিতা, গল্প ওনার কাছ থেকে আশা করি।
এই ব্লগে উনি হাতে গোনা কয়েকজন নারী ব্লগারের মধ্যে একজন যিনি নিঃসঙ্কোচে নিজের বয়স এবং জন্ম তারিখ আমাদেরকে জানিয়েছেন। বয়স নিয়ে ওনার কোন কমপ্লেক্স নাই। অনেক নারী ব্লগার নিজের বয়স নিয়ে এক ধরণের ধোঁয়াশা তৈরি করে রাখেন। কেউ বলেন বয়স ১৯ কেউ বলেন ৮০। একজন স্বনামধন্য নারী ব্লগার ৬ বছরের খুকি সাজতে চান কথা এবং কাজের মাধ্যমে। যে সব ছবি আঁকেন, দেখলে মনে হয় ৬ বছরের বাচ্চা এঁকেছে। কিন্তু আমরা তো জানি আসলে সে কি খুকি না বুড়ি।

আগামী ১৭ আগস্ট ছবি আপু এবং শায়মা আপুর জন্মদিন। শায়মা আপুর জন্ম সাল হল ১৯৭৪। সবাই ওনাদের শুভেচ্ছা জানানোর জন্য আগাম প্রস্তুতি নিবেন দয়া করে।
যাই হোক ধান ভানতে শিবের গীত গাওয়ার দরকার নাই, মনিরা আপুকে আবারও জন্মদিনের শুভেচ্ছা।