গত বছর জুনের ৪ তারিখ আগের পিসিটা আপডেট করে নতুন পিসি কিনেছিলাম....... প্রসেসর পেন্টিয়াম ডি...... র্যাম ৫১২ মেগাবাইট.... এবং পিসির হার্ডওয়্যার সেটআপের পর যখন ওএস সেটআপ দিব তখন মনে হল কম্পুর ওএস হিসেবে আমারে এক্সপি এক জীবনে যত জ্বালাইছে আগামী ৭ জন্মেও কেউ তা পারবে না.....


আমাদের ল্যাবের পিসিগুলো মনে হয় নিজেদের ভাইরাসের ব্রিডিং সেল মনে করে তাই সযতনে সে পৃথিবীর সকল ভাইরাস তার মাঝে পালন করে........



অ্যান্টিভাইরাস ব্যবহার করা আরেক পেইন..... কারণ আমার র্যাম মাত্র ৫১২ মেগাবাইট..... আমি গেম খেলি........ সুতরাং এমনি এমনি অ্যান্টিভাইরাসকে র্যামের একটা অংশ দিতে ইচ্ছা করছিল না..... আর অ্যান্টিভাইরাস কোন কাজেরও না........ কারণ কোপা ভাইরাসের প্রথম ভিকটিম আমরা এবং তখন কোনই অ্যান্টিভাইরাস কাজ করেনাই এটাকে ঠিক করতে...... আমার পিসি ঠিকই ফরম্যাট করে ঠিক করা লাগছিল............ :-<

টপিকে ফিরে আসি........তখন এতসব অভিজ্ঞতার জন্যে ঠিক করলাম এক্সপি আর না....... অপশন: লিনাক্স/ভিসতা...... তখন ভিসতা নতুন আসছে....... ভাবলাম ট্রাই করি, গেমগুলোতো খেলতে পারব......


সেটআপ দিলাম........ তারপর থেকে টানা দশটি মাস কোন অ্যান্টিভাইরাস ছাড়াই কেটে গেল........






তবে দশ মাস পর ধরা খাইলাম ভিজুয়াল স্টুডিও ল্যান থেকে নিতে গিয়ে........ যে পিসি থেকে নিলাম ঐ পিসিতে ভাইরাস ছিল ফলে সেই পিসির সব .exe ফাইল করাপ্টেড ছিল এটা বুঝিনাই...... ফলে শেষ হল আমার শান্তিময় ৩০০দিন


এখন আবার ভিসতা সেটআপ দিছি......... এবার টার্গেট ৩/৪ বছর চালানো অ্যান্টিভাইরাস ছাড়াই


সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ বিকাল ৩:০৩