কোথায় এক একটা ভাবনা শুরু হয়, আর শুরু হয়ে কোথায় কোথায় যে চলে যায়...টেরই পাওয়া যায় না! কিছু ভাবনা আছে যা গোপন, গোপন...অতি গোপন...আবার কিছু আছে যে ভাবনা ব্যক্তি বিশেষের সাথে ভাগ করতে ইচ্ছে জাগে! কিন্তু কি করে, তখন তো মাঝরাত! মোবাইল না হয় হাতে আছে কিন্তু সামাজিক নিয়ম-কানুন! ইস্...কিছু কথা, কিছু ভাবনা...কোথাও যদি ধরে রাখা যেত!
সব কথা কি আর মূহুর্ত পেরুলে মনে থাকে! কিন্তু যতোটা মনে থাকে...ততোটা ধরে রাখার চেষ্টা থেকেই আমার এই লেখা... "সন্ধ্যা থেকে মাঝরাতে"... কদ্দিন লিখবো, জানি না...কিন্তু শুরু করতে দোষ কি, শুরুতো করি!
পড়বেন? পড়তে পারেন। ভালো লাগলে ভাল। না লাগলেও ভাল। খুশী করতে ব্লগে কে লিখে! ...তার জন্য আছে দৈনিক, পাক্ষিকের বেতনভুক্ত লেখক।
যাইহোক, আর লিখতে ইচ্ছে হচ্ছে না! আমার ঘরের বাইরের প্রকৃতি দারুণ বসন্তের! আজ আমার রাতে কাজ, সারাটা দিন ফাঁকা।চা হচ্ছে...সুনীলের "পায়ের তলায় সর্ষে" নিয়ে বারান্দায় বসবো এখন
