কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত!!!
আমারও যে ইচ্ছে করে খুব
তোমাদের মতো করে লিখি,
পাতার পর পাতা,
— তার কথা আমাদের কথা..
তবু তা আর হয়ে ওঠে না।
আমি কী আর তা পারি ?
তোমাদের মতন অমন শুদ্ধ করে
যত্ন সহকারে । তোমাদের মতন
সবাই তো আর নয়— অনন্য গল্পকার।
আমাদের দুজনের কবিতা
হতে পারে দুই লাইনের গল্প কেবল
তোমাদের বিবেচনায়— যা ভুল বানানে ভরা
তোমরা সতত শুদ্ধাচারে।
তবুও আমাদের দু'জনার প্রেম তো ভুল নয়
আমরা দু'জনে যেন
মায়ার বাঁধনে বাঁধা অন্তরে অন্তরে।
দুজনার প্রেম যে কবিতা লিখেই হয়
আমাদের নিত্য আবাস স্বর্গ সুখের নীড় ।
আমিও যে থাকি ওর অন্তরে, সৃষ্টি অথবা গল্পে
আমরা দু'জনে কপোত কপোতী কল্পে
ও দৃঢ় সংকল্পে ।
কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত !!
কবিতা লিখে আমি যে ভীষণ পরিতৃপ্ত।
উৎসর্গ : শেরজা তপন ও ব্লগের গল্পকার গণ।
একটি রূপোর চাঁদ
আগুনজ্বলা রূপে উঠেছে যেন একটি রূপোর চাঁদ
রুপোলী কিরণ উপচে পড়ে— বাড়ির ছাঁদ।
দূরে থেকেই বলছে যেন আমায়
লিখতে হবে— একটি কবিতা
আমি যে ভাবছি বসে তা—ই ।
বলোনাগো কোন সুদূরে আছো তুমি
তুমি ছাড়া যে রিক্ত নিঃস্ব পৃথিবী
যেখানেই থাকো— ঐখানে চোখ রাখো
আকাশ যেন ভেসে গেছে আলোর বন্যায়;
তোমার আমার অভিসার কামনায়!!
হয়তো দূরে আছো, তবুওতো চাঁদ দেখা যায়
চলো না দুজনে দু’চোখ রাখি জোছনা বন্যায়।
এই কবিতা করোগো— এবার পাঠ
পড় পড় তোমার আমার প্রগাঢ় প্রেমের ধারাপাত।
জোছনা স্নানে আলোর বানে আজ দু’জনের
আবারো যে প্রেম হবে।
পূর্ণিমা চাঁদ মনে জোছনা আকাশ
হিমেলা হাওয়া শিশির ভেজা ঘাস
তোমার আমার প্রেমে
স্বাক্ষী হয়ে যে রবে।-—
তাই যেন আগুনজ্বলা রূপে উঠেছে এই চাঁদ।
ছবিঃ নেট থেকে পাওয়া
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩