তুমি ছাড়া চাঁদ পূর্ণিমা রাত
লাগে না যে ভালো— আমার
তুমি ছাড়া ক্ষণ শূণ্য ভীষণ
বিষন্ন এই মন, পুড়ে যে অনুক্ষণ
তুমি যেন আলো হৃদয়ে ঢালো
তুমি ছাড়া নগর বিষন্ন প্রহর
কাটে না পাথর সময় যেন
লাগে যে কেমন!
যাবে না বলা হায়,
মুশকিল বুঝানো তোমায়
তুমিহীনতা মরণসম লাগে মোর প্রাণে
তুমি এনে দিতে পারো মোরে অনন্ত যৌবণ
প্রচন্ড জোয়ারে, ভরা নদী যেমন ভাসে
যদি তুমি বুঝতে.আমায় শুধু খুঁজতে,
আমার জন্য ভাসতে আবার ডুবতে ।
এ হৃদয়ে শুধু তোমার বাস যেন— প্রতিক্ষণ
তুমি ছাড়া আর কিছুই লাগে না ভালো এখন।
ছবি . নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭