তোমরা কেন যে ঝগড়া করো
তোমরা কেন আঘাত করো
তোমরা কেন করো হেলা পরস্পর।
তোমাদের কীসের এতো অহংকার
মরনে যে ধূলোয় মিশে যাবে
মানুষ ই তো ভুল করে মাশুলও গুণে তার
ভুল থেকে শিক্ষা নিয়ে দিনে দিনে হয় সমৃদ্ধ
মানুষই সৃষ্টির সেরা স্রষ্টার প্রিয় দারুন পূণ্যময়
তবে কেন এতো দ্বন্দ্ব
তোমরা কী অন্যের মনে আঘাত দিতেই
করো পছন্দ? কীসের এতো লড়াই?
ক্ষণিকের এই জীবনে কীসের এতো বড়াই?
মানুষের সম্মান যে পরস্পরের আমানত
কেন যে আমানতের করো খিয়ানত?
ঠুনকো অজুহাতে
তোমরা কী তবে এখন অস্বীকার করো
সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫