এবার আর পারবো না যেতে
তোমাদের সন্নিকটে, মিলন মেলায়
জানি এবার আর হবে না দেখা
তোমাদের সাথে, তোমরা যারা
অধীর অপেক্ষায়, এমন মহেন্দ্র দিনে
কবিতা লিখে জানিয়ে দিলাম
আমার উপস্থিতি তাই, তোমাদের
হাসি খেলায়, উৎসব মুখর ক্ষণে
হয়তো আমারেও পড়বে মনে..
শুধু তোমায় দেখবো বলেই হয়ত
আমার সেইসব নিয়ত উপস্থিতি
শত ব্যস্ততা দূরে ঠেলে
দূর্নিবার আকর্ষণে যেমন করে পূর্ণিমা চাঁদের টানে
জোয়ার ওঠে সাগর বুকে..
শুধু তুমি হীনতায় সেইখানে
আমি যেন ডুবে গেছি অসীম শূন্যতায়,
অমাবস্যার আঁধারে;
প্রিয়মুখ সব - মানুষের ভীড়ে
.তুমি ছলনা করে ছিলে।
তুমি কী জানো না তুমিহীনতাকে
আমি ব্যর্থতা বলি? অথচ তুমি
আমাকে যেন একটা পৃথিবী দিয়েছিলে
বিষন্নতায় তবু ভরে ওঠে— এই মন
সবাই যখন ব্যস্ত আনন্দ উদযাপনে
উৎসব মুখর ক্ষণে,
আমি জানি
তোমার চাওয়া যে আমার সফলতা
আমিও যে চাই তা,
জানি না এ আমার কেমন ব্যর্থতা
তুমি ভালো করেই জানো
আমার কাছে সফলতার মানে..
তোমাদের খুশি করতে
আমার ভালো থাকার অভিনয়
আমার মনে আছে —তুমি হয়তো খুশি
দূরে থেকে অসীম ভালোবাসা লয়ে
আমি চাই তোমার উষ্ণ সান্নিধ্য..
এবার আর— পারবো না যেতে
এবার আছি যে দূরে— তাই এবারো হবে না দেখা
মানুষের ভীড়ে তুমি পাবে না আমাকে খুঁজে
হয়তো তবু তোমার মন খুশিতে ভরে যাবে
এতো মানুষের আনন্দ সংগম মিলন মেলা দেখে।
নাকি তুমিও বিষন্ন মনে মনে,
আমি হীনতায় ডুবে——
আমার বাস যে সতত তোমার প্রেমে…
ব্লগ ডে
ব্লগ ডে— উৎসব মুখর দিন
ব্লগ ডে— যেন পাখির কলরব
হাসি আর গানে গল্প কবিতায়
রবে অমলিন চিরদিন।
এখানে ঘিরে থাকে সব প্রিয় অবয়ব,
অজানারে হয় জানা— অচেনারে হয় চেনা
দারুন ভালোলাগে ভেবে সামহুয়্যার ইন ব্লগ
মাতৃভাষা বাংলা চর্চার জ্ঞান অন্বেষণের
সফল মাধ্যম, সত্য অন্বেষণে সতত নির্ভীক
মোদের পথ চলা,— এই বাংলা চর্চায়
তবু ব্লগ ডে যেন ঘেরা অবাক বিষন্নতায় ,
যখন তুমি নেই, ভর করে কেমন শূন্যতা!
তবুও না থেকেও— তুমি থাকো যেন সবার মনে
সবখানে, কতজনে তোমায় স্মরে!
তোমার আমার প্রেম হয়ে গেছে জানা
মোদের প্রেমের গুঞ্জনে— ব্যস্ত শহর।
ব্লগ ডে অনন্য বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
আমরা ব্লগার—মোদের অটুট বন্ধন
যাবে না কভু টুটে-
মোদের ভ্রাতৃত্ব বন্ধন উজ্জ্বল দৃষ্টান্ত যেন এক
পৃথিবীর বুকে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪০