হে মহান বিজয় দিবস
ষোলই ডিসেম্বর মহান একাত্তরে
বাংলা মায়ের বুকে বিজয় কেতন উড়ে
তাই খুশির সীমা নাই।
বিজয়ের তেপ্পান্ন বছর পরেও
তাই আমরা যে গুণ গাই।
জীবন বাজি রেখে যারা অস্ত্র ধরে ছিলো
দেশের জন্য যারা নির্যাতিত যারা বীরাঙ্গনা হলো
যারা হারালো প্রিয়জন মা— বাবা— বোন— ভাই,
তাদের আত্মত্যাগে, ষোলই ডিসেম্বরে
বীরদর্পে বিজয় এসেছিলো;
বাংলাদেশের উন্মুক্ত প্রান্তরে বিজয় কেতন উড়ে
আমরা সবাই আজ— তাদের গুণ গাই
বিনম্র শ্রদ্ধায়, অশেষ কৃতজ্ঞতায় ।
তাদের আত্মত্যাগেই আমরা স্বাধীন জাতি
যুদ্ধ জয়ের এমন নজির যে
আর একটিও যে নাই— এই ভবে।
বিজয়ী ডিসেম্বর তাই একটি প্রেরণা,
মোদের প্রাণে লালিত— একটি চেতনা।
আমরা যে করেছি জয়,
একদিন আমরা করবো জয়
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে বাধার হিমালয়;
সম্মুখে যা আসে— সুদৃঢ় প্রত্যয়ে।
হে মহান বিজয় দিবস, তোমায় লাল সালাম
ষোলই ডিসেম্বর লাল সবুজের পতাকা উড়ে
বাংলার প্রান্তরে তাই খুশির সীমা নাই।
সুস্বাগতম, ষোলই ডিসেম্বর !!
কখন যে ওঠবে রবি !
কখন হবে ভোর ?
এ যে বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !
তার প্রতীক্ষায় আছি
দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম শেষে
এক সাগর রক্তের বিনিময়ে
পাক হানাদার বধ কাব্য গড়ে
এসেছিল বাংলায়
বহু কাঙ্ক্ষিত সেই বিজয় দিবস
ষোলই ডিসেম্বর।
আমরা এখন মুক্ত
আমরা এখন স্বাধীন
বিনম্র শ্রদ্ধায় স্মরি সেই মহেন্দ্র দিন
তাই তো প্রতীক্ষায় আছি
কখন ওঠবে রবি
কখন হবে ভোর স্বপ্নপ্রহর
সুস্বাগতম,
হে মহান বিজয় দিবস
ষোলই ডিসেম্বর !!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৬