হৃদয়ে বাংলাদেশ
বাংলাদেশ হৃদয়ে মোদের
বাংলাদেশ ধমনী শিরায় বিবেক বোধে,
প্রাণের টানে অবুঝ মায়ায়।
লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা কেতন ওড়ে
একাত্তরে সন্তানহারা মায়ের তীব্র আর্তনাদে
বারবার কেঁপে ওঠা, স্বদেশ মোদের
স্বামীহারা বিধবার সাদা শাড়ির আঁচলে বাধা
প্রিয়তমার হৃদয় ভাঙা দীর্ঘ শ্বাসে
প্রিয় মানুষটি যে তার যুদ্ধে গেছে জীবন রেখে বাজি
সে ফেরেনি আর — এমন আত্নত্যাগের।
বুকের তাজা রক্ত ঢেলে— বাংলার মাটি বাংলার জলে
বিশ কোটি মানুষের হৃদয়ে লেখা একটি নাম বাংলাদেশ সুপ্রিয় মাতৃভূমি
পৃথিবীর বুকে এমন দেশ একটিও পাবে না যে খুঁজে ।
বাংলার মানুষ বাংলার মাটি মুগ্ধ করে
বাংলাভাষা তৃপ্তি মেটায়— কোটি প্রাণে।
তাইতো মোরা ভালোবাসি, প্রাণের চেয়েও ঢের বেশি
একটি নাম— ত্রিশ লক্ষ প্রাণের বিণিময়ে
জন্ম যার, বাংলাদেশ মোদের গর্ব মোদের আশা
ভীষণ রকম ভালোবাসা— যৌবনের অনুরাগে ।
বাংলা মানে
বাংলা মানে আবাল বৃদ্ধ বনিতার— সকল প্রাণের
বাংলা মানে ফসলের মাঠ, অমিত সম্ভাবনার
মানুষে মানুষে অটুট বন্ধনে অবাক করা ভ্রাতৃত্ববোধ।
বাংলা মানে হাসি গানে মুখরিত— গ্রাম বাংলা
লাল সবুজের কেতন উড়ে হাওয়ায় হাওয়ায়,
বাংলা মানে রবীন্দ্র নজরুল সাহিত্য সাধনা।
বাংলা মানে তুমি আমি গভীর প্রেমে মগ্ন সাধক
বাংলা মানে পদ্মা মেঘনা যমুনা অজস্র নদী;
বঙ্গোপসাগর জোয়ার ভাটা — বিস্তীর্ণ এক সমভূমি
সুজলা সুফলা, তটিনীর বুকে ঢেউয়ে বটের ছায়া।
বাংলা মানে তুমি— আমি নৌকো— নদী খেলা
আষাঢ় শ্রাবণ বর্ষা গানে অলস বেলা
বাংলা মানে হেমন্তের নবান্নে— উৎসবমুখর
গায়ের বধু কিষাণীর আঙিনা,
বসন্তের অনুরাগে তোমার— আমার, আমাদের
বেড়ে ওঠা লালিত স্বপ্নের চারণভূমি
আমাদের হাসি— খেলায় প্রেমে মিলন গানে
এক মিতালী, আমি-তুমি আমরা সবাই।
সবুজ শ্যামল রূপ দেখে যার নয়ন জুড়ায়,
পূর্ণিমার চাঁদ রাতের তারা ঝর্ণা ধারা
প্রণের মাঝে যেন বাঁজে সুপ্রিয় একটি নাম
বাংলাদেশ— গভীর প্রেমে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬