প্রচণ্ড শীতের রাতে তোমায় ভালোবাসি লিখে
তোমার হৃদয় কেড়ে নিতে তোমায় কাছে পেতে
চাইতো যে এই হৃদয় , আমার আছে যে মনে ।
হয়তো তোমার আজও আছে মনে
নয়তো মনে নেই এমন নিবিড় শীতে
নিবিড় আলিঙ্গনে তুমি আমি মাখামাখি কবিতায়..
তবুও আবারও এসেছে শীত
আমরাও আছি যে বেঁচে
আছে অমিত সম্ভাবনা সাথে ।
বেঁচে থাকে কবিতা যুগ যুগ ধরে মরণেরও পরে..
আবার ও এসেছে যে কন কনে বৈরী হাওয়া
আবারও হয় তো হবে তোমার হৃদয় পাওয়া
কবিতা লিখে লিখে ।
হয় তো আছো মোর প্রতীক্ষায়
শীতের চাদর গায়ে হয়তো পড়ে মনে
তুমি আমি মিলে তারার ঝিলি মিল
চাঁদের জোছনা দেখা আর জোছনা স্নাত রাত।
আবার ও এসেছে শীত কুয়াশার চাদর গায়ে
হয়তো বসে আছো আজও বারান্দায় অথবা বাড়ির ছাদে অন্য কোন খানে।
হয়তো ভালোবাসো মোরে আজও
এমন শীতের রাতে উষ্ণতা খুঁজে চাতক প্রাণ
এমন শীতের রাতে তোমায় চাই যে কাছে
যেমন তলোয়ার আর খাপ, তেমন করে
তুমি কী আজও আমায় ভালোবাসো আগের মতো জানতে ইচ্ছে করে ভালোবাসা যে মরে না হায়
বেঁচে থাকে শত বাধা জয় করে।