একবার দেখি,
বারবার দেখি,
সে যে মোর সোনা পাখি!
সে যেন মোর যক্ষের ধন
বুকে আগলে রাখি, তারে ছেড়ে
দূরে একলা কমনে যে থাকি ?
আহা থাকতো যদি মোর দুটি ডানা
এক পলকে যেতাম উড়ে
তারে লয়ে কোলে করতাম আদর!
সে যেন মোর বুকের ভেতর
সুখের পরশ মণি সুখ পাখি
কমনে একেলা থাকি।
শূণ্য অর্থহীন লাগে সব ই তারে ছাড়া
তারে একবার দেখি
বারবার দেখি তার অবয়ব
অভিমানী ঠোঁট আহা কত যে দুর্লভ লাগে প্রাণে
দেখে দেখে তৃষ্ণা মেটে মোর চাতক এই প্রাণের
সে যেন মোর একটা পৃথিবী।
মুগ্ধ হয়ে দেখি প্রত্যাশার দীপ জ্বেলে,
তারে যেন সযত্নে আগলে রাখি মোর এই বুকে।
...