ওরাই তারুন্য ওরাই যে বরেণ্য ভাগ্য বিধাতা
জীবন যুদ্ধের দায়ভার স্কন্ধে লয়ে
ওরা যেন পৌরাণিক বীর।
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো প্রতিপক্ষের রক্ষণভাগ
ভেদ করে ইতিহাস গড়তে জানে ওরা,
দুচোখে ওদের জয়ের নেশা— লক্ষ্যে স্থির
ওরা জানে না যেন হারতে ওরা যে যুধিষ্ঠীর।
ওরা জানে বাঁধ ভাঙার কাব্য
ওরা জানে বীরের মত লড়তে
প্রতিপক্ষের দূর্গে ওরা যে অপ্রতিরোধ্য।
একে একে সবে তাই হয়ে যায় ধরাশায়ী ।
.সোনার হরিণ হাতে লয়ে ওরা ফিরবে স্বদেশে
বীরের বেশে —ওরা যে দিক্বিজয়ী।
ওরা বাঙালি ওরা বাংলার নারী— যেন সুতীক্ষ্ণ তরবারি
মোদের গরব মোদের আশা।
ওদের সাফল্যে আনন্দের জোযারে ভাসছে স্বদেশ
কবিতা লিখে তারই বন্দনা করি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৬