হে কবি, বাংলার রবি
তোমার আলোয় যেন হেথা আলোকিত সবই..
তোমার গানে লাগে প্রাণে দোলা
তোমার কবিতা যাবে না যে ভোলা।
তুমি হৃদয়ের কথা হৃদয় গ্রাহী করে
বলে গেছো অবলীলায় অকাতরে,
হে কবি তোমার স্থান আজও যে অম্লান
প্রতিটি বাঙালির অন্তরের গভীরে শেকড়ে।
হে কবি ভোরের রবি বিনম্র শ্রদ্ধা জানাই ওগো তোমারে।
শত বর্ষের ও পরে আজি
লিখছি যে তোমায় নিয়ে
জানি না আরও কতদিন লিখবো বাংলা বর্ণ-মালায় অপার ভালোবেসে
তোমার মতন করে।
যতই লিখি জানি শোধ হবে না কোন দিন
তোমার লেখার ঋণ, তোমার আশ্রয়ে প্রশ্রয়ে তবুও লিখে যাবো
হৃদয়ের আকূলতা পুরোনো সেই দিনের কথা শোনবি কিরে আয়
কবি গুরু অবিরাম লিখে গেছেন সোনার বাংলায়।
হে কবি তুমি যে জন্মেছিলে এই দিন ।
তুমি আছো তুমি রবে নীরবে সকল প্রভাত এ
হে কবি, হে গুরুদেব, শুভ জন্মদিন..
ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ ভোর ৬:৫৮