প্রিয়তমা,
এটা অতীন্দ্রিয় নয়
নয় কোন প্রবঞ্চনা।
প্রয়োজনে ফের পরখ করতে পারো
পার্থিব চোখে পর্দা ফেলোনা
চেয়ে দেখো আরো।
তৃষিত এই ওষ্ঠ যুগল
করেনা প্রতারণা।
এই হৃদয়ে চেয়ে দেখো
এখানে একটি নিবিড় দ্বীপ আছে
সেখানে কেবল তোমার বিচরণ।
ফুলের রানি সেথা যাদুর সুবাস ছড়াও
ভালোবাসার দু'হাত প্রসারিত করো।
ফাগুনের বাতায়নে প্রেমের আগুন ধরাও।
এ হৃদয়ের সবটুকু পাবে
এর চেয়ে বেশি হতে পারে না।
অমোঘ ভালোবাসা আস্বাদন করো
সময় তটিনীর মতো —থেমে থাকে না ।
জীবনের আয়ু ফুরাইতেছে প্রতিদিন
আকাশলীনা, শুনছো কি না কথা
নিখাদ প্রেমে চলো হইগো উদাসীন
ভালোবাসা ছাড়া এ জীবন যে বৃথা।
.................
উৎসর্গ: ঢঙ্গী তুমি কি বুঝোনা ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯