আমার ছোট্ট বোন
চড়ুই পাখির মতো
কখন যে বড়ো হলো?
এইতো সেদিন তারে আমার কোলে
দিয়েছি দোল সে বড়ো যে হলো কখন!
তার চেয়ে দামী আর কেহই নাই
আমার অন্তরায়।
কষ্টগুলো তার যাদুতে হয়ে যেত মধুর মতো
সে যে আমার চাঁদের আলো
রাতের আধারে
এক পশলা বৃষ্টি যেন গ্রীষ্মের খরতাপে।
আমার দুনয়নের মনি
হৃদয়ে সুখের খনি।
বিয়ে তার হয়ে গেল
ও কি দূরে চলে গেল
আমার চোখে টলোমলো অশ্রু কেন?
বরটি তার অনেক ভালো
দুজনার খুনসুটিতে চোখে দেখি ভোরের আলো।
তবু অশ্রু টলোমলো
হৃদয়ে মোর এক ই প্রার্থনা
ওরা যেন সুখে থাকে
হৃদয়টা মোর যেন ভরে থাকে আলোয়
কষ্ট যেন না ছোঁয় তাকে
এই আশির্বাদ দিলাম তাকে
নতুন ভোরের আলোয়
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৮