চাতকিনির মতন
সুতীক্ষ্ণ দৃষ্টিতে সে আছে
সঙ্গে আছে আরও কয়েকটি শকুনী
ঘ্রাণ শুঁকে শুঁকে তারা করিবে সারা কবিতার ব্যবচেছদ
তারপর ছিন্নপত্র এক জীবনের এপিটাফে
এই কি প্রতিদান ? এ কেমন বিধান?
মৃগনাভীর ঘ্রাণে উন্মাতাল করো
বোশেখের বাউল বাতাসে বসন্ত এনে দাও
রক্ত করবী আমাকে মুগ্ধ করো
গেয়ে ওঠো বিহগের সুরে
আমাকে বিমোহিত করো
দিয়োনা ঠেলে আর মৃত্যু কূপে।
একটি বাগান দাও
এক মুঠো রোদ দাও অথবা চাঁদের আলো
আমি ও কোকিলের মতো উঠবো গেয়ে
কুহু কুহু গানে তোমার কাননে
এক পশলা বৃষ্টি দাও
প্রস্ফুটিত হোক
ভালোবাসার ম্যাগনেলিয়া।
অতঃপর
অঙ্কুরিত হোক সোনালী সোপান
প্রতিক্ষা লাগে না ভালো আর
তার চেয়ে ঢের ভালো প্রেম আকুল দরিয়ার।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩