বাংলাদেশ এক স্বাধীন দেশ তারে নয়নভরে দেখতে চাই।
পাকিস্তানী কায়দায় এই দেশে বৈষম্যের আর জায়গা নাই।
দেশের অগ্রনায়ক হবেন তারা
মেধাবী আর যোগ্য যারা।
কোটা প্রথার অভিশাপে দেশটা যাচ্ছে রসাতলে
মেধাবীরা বঞ্চিত আজ কোটাপ্রথার যাতাকলে।
কোটার নামে দূর্ণীতি আর বাণিজ্য
বিবেকবান শিক্ষিতের হয়না আর সহ্য।
স্বাধীন দেশের জনতারা আজও বৈষম্যের স্বীকার হবে কেন তারা।
স্বাধীন দেশে মত প্রকাশে ন্যায়ের পক্ষে সমাবেশে
এখনো নির্যাতন করে যারা রাজাকারে প্রেতাত্না তারা।
একই দাবী মানতে হবে কোটা প্রথা থাকবে নারে।
যারা পরিশ্রমী আর মেধাবী তাদের হাতেই দেশ উন্নয়নের চাবি
কোটা প্রথার অভিশাপে আজ মেধা পাচার অন্যদেশে
তাই এই মুহুর্তে দরকার কোটাপ্রথার সৎকার।
যোগ্যতার মাপ কাঠি কোটা হতে পারে না
যোগ্যতার ভিত্তিতেই ফলুক দেশে খাঁটিসোনা ।
-----------------------------------------------------------------------
স্বাধীনতার ৪৭ বছর হয়ে গেলো।অথচ আমরা প্রকৃত স্বাধীনতা পেলামনা ।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে পুলিশি হামলা ন্যাক্কার জনক ঘটনা।
পুলিশি রাষ্ট্র চাই না । সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। মানুষের হক প্রতিষ্ঠিত হোক ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৪০