ভোরের বাতাস লাগছেনা ভালো
শুধু তুমি নেই কাছে,
তাই হতাশার আঁধার— সব ঢেকে আছে।
যেন হৃদাকাশে জমেছে মেঘ আঁধার কালো।
দু'চোখ বেয়ে নামলে অশ্রুধারা
তবেই হবে যেন তার সারা
বেদনার বেনাজল করে প্রশমন
ভারাক্রান্ত মন ।
তারপর হয় শুরু নিত্য দিনের মতন; ব্যস্ত নগর জীবন
কত কাজ আছে ; তবু শত ব্যস্ততার দেয়ালচিরে
আসবে তুমি স্মৃতির ডালি নিয়ে।
আমি যেন নির্জনতার ঘর এভাবেই কাটছে প্রহর অবনীর বুকে
জীবনের অনন্ত ছুটাছুটি লাগেনা ভালো আর।
ভাবি বসে আনমনে আসো যদি এইখানে
শেষ হবে সব শূন্যতার;
ভোরের আলোয় হতাশা হবে দূর
ভালোবাসার বাঁশি হৃদয়ে আসি বাঁজাবে মিলনগানের সুর ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫