তুমি তাহলে প্রলাপ বকছো!!
— মিথ্যে যুক্তি খন্ডনে
যুক্তি বিদ্যা শিকেয় তুলে
আঁধাররাতে চন্দ্র খুঁজিছো অবিশ্বাসের দোলাচলে
তারপর দর্শন বলে বেড়াও……
মনে রেখো আকাশে কোন মানবীর বাস হয়না
তবে প্রেমিকের হৃদয়াকাশে হয়
জানোতো আকাশে নক্ষত্রমন্ডলী থাকে, চন্দ্র থাকে আর থাকে সূর্য ।
পরম মমতায় প্রিয়তমা থাকে কেবল হৃদপিন্ডের প্রকোষ্ঠে,
তারপর স্পন্দনে স্পন্দনে আন্দোলিত হয় ধমনীতে,
ত্বকের লোমকূপে, হিজলের বন থেকে ফেনিল সাগরে —ঢেউয়ে,
তুমি বড়জোর একঘন্টা পাঁচমিনিট ব্যবধানে আছো!
একঘন্টা মহানগরীর ট্রাফিক জ্যাম বিবেচনায়
আর বাকীটা সময় —
তোমার ভাষায় আকাশকুসুম বিষয়ক উপাখ্যান বিরচনে।
আমাকে কাছে পেলে উৎফুল্ল চিত্তে তুমিই লিখিবে কবিতা
এর চেয়ে বাস্তব, এর চেয়ে মধুর আর কিছু নেই প্রিয়ো
কেন আসোনি আগে? তুমি কী দেখোনি
কত বসন্ত গেলো দখিনের বাতায়নে....
আলতো পায়ে একবার এসে দেখো!
ভালোবেসে তবেই না হয় শেখো।
ভালোবাসায় আকাশ কুসুম বলে কিছু নেই
মানুষে মানুষে ভালোবাসা হয়।
ভালোবাসা সৃজেছেন ঈশ্বর
ভালোবাসা আমোঘ শক্তিধর,
সকল ব্যবধান ঘুচানোর— সে নিপুণ কারিগর।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৯