হে নারী, কোন জাদুমন্ত্র বলে নর
তোমার ঐ পদতলে
বিছিয়ে দেয় ফুল।
ফাগুনের হাওয়ায় ভাসে কেবল
তোমার কানের দুল।
ট্রয় নগরীর উপাখ্যান কোন সে কারণে
বিশ্বমানবতার পুলিন্দা মাদার তেরেসা
জানে সকল জনে।
বেগম রোকেয়া খুলেছেন দ্বার
আঁধার রাতে চন্দ্র তারার।
যুগ যুগ ধরে
অজস্র কবি অবণীর পরে
তোমারে লয়ে
লিখেছেন কবিতা;
অনন্ত যৌবনের সঞ্জীবনী
তুমি সুপ্তোত্থিতা।
ভাঙো আর গড়ো নদীর মতো,
হে নারী, তুমিই জননীর রূপে চিরন্তন শাশ্বত।
বেহেশতের খুশবু তব পদতলে
তোমার স্তন্য_ মানবের প্রথম অন্ন
প্রিয়তমা রূপে তুমিই দানো স্বর্গ পুরুষের জন্য।
হাসিতে তোমার মুক্তো ঝরে
চুলে হারায় মন
ঠোঁটে তোমার শরাবুন তহুরা
যৌবনের অনুরাগে তুমিই মহেন্দ্র ক্ষণ।
যুগ যুগ ধরে অবণীর পরে
সাধনার ধন মনি কাঞ্চন যোগ
হে নারী, করি তব বন্দনা ।
………………………….........………….…………........
আর কিছুক্ষণ পর ৮ মার্চ,বিশ্ব নারী দিবস। কবিতাটি বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত যারা বিশেষ করে নারী ব্লগার জানা , শায়মা হক,জুনাপি, আরজুপনি, মুনিরা সুলতানা, সোহানী, নূর-ই-হাফসা, গুলশান কিবরিয়া, নীল পরী, উম্মে সায়মা, ওমেরা সহ সকল নারী ব্লগারদের শ্রদ্ধাবনত চিত্তে উৎসর্গ করা হলো। আরো উৎসর্গ করা হলো কর্মজীবি সকল নারী । আমার অফিসের নারী কলিগদের । সবার।
ছবি: নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৬