বাংলাদেশ,
এক নদী রক্ত পেরিয়ে
স্বাধীন-সার্বভৌম ব-দ্বীপ;
বীর জনতার ভালোবাসার কল্পনা
লাখো শহীদের মানসপটে লালিত আলপনা।
তুমি মায়ের মতোন মমতা ঢালো
দিনে দাও রবির আলো
রাত্তিরে জোছনা।
বর্ষায় ঢালো জল গ্রীষ্মে খরতাপ
শরতের নীলাকাশে
ভাসাও সাদা মেঘের ভেলা।
সোনার বাংলাদেশ,
সোনালী ধানের শীষে আছে মিশে তাতে
অপার সম্ভাবনা।
সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ
সুজলা সুফলা।
রবীন্দ্র-নজরুল এখানে করেছেন
সাহিত্য সাধনা।
এখানে নদীর বুকে স্বপ্নের মতো
জেগে ওঠে দ্বীপ-অপার সম্ভাবনা।
ভাটির টানে নৌকো দোলে
গেয়ে ওঠে মাঝি ভাটিয়ালী গান।
গাঁয়ের বধূ ব্যস্ত ঘরের কাজে
কৃষক তার গেছে মাঠে সূর্য ওঠার আগে
...............
...............
সোনার বাংলা স্বর্গের মতো রূপে।
সোনার বাংলা বাসি ভালো তারে
জীবনেরও আগে,
স্বাধীন বাংলাদেশ তাতে
পরাধীনতার দাগ যেন না লাগে ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬