ভেবে ভেবে কত বেলা গেলো!
ভালবাসা এক জটিল ধাঁধা ,
বড্ড এলোমেলো ।
ও মন, সরল কর কষে তার উত্তর বেড় করো
বেশি হিসেব কষলে পাকবে চুল
বুড়িয়ে গিয়ে হবে মরো মরো— তবু মিলবে না সমাধান
যদি হয় ভুল তিল পরিমান।
তিলে তিলে যাবে ক্ষয়ে সাধের যৌবন
একদিন সাঙ্গ হবে সকল খেলা —শান্তি নিকেতন।
গণিত কষা সবার কাছে হয়তো সহজ নয়;
নিজের মনে থাকলে দ্বিধা করোনা আর সময় অপচয়।
তোমার প্রেম শিকেয় তুলো ; যে তোমাকে বাসে ভালো
তার সাথে মন করো বিনিময় ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২