নিনাদে আলোড়িত হয় ধরনী
ভেঙে ফেলে তা বৃক্ষরাজি
জীবনের রং বদলায়
থেমে যায় গৃহস্থালী— পথিকের পথ চলা।
বিশ্বাসী দু’ঠোঁটে তখন কেবল প্রার্থনা
জীবন—জীবিকার নিরাপত্তা কামনা;
তখনো প্রেমিক মনের সুগভীর জিজ্ঞাসা
কোথায় আছে ? কেমন আছে?
চাতক মনের মরুর পিয়াসা
স্বপ্নের আকাশে ভেসে থাকে চাতক—চাতিকা
অবয়ব জুড়ে তার —কামনার স্বর্ণকমল;
রূপকথার রূপে
নিভু নিভু প্রদীপের আলো।
নিনাদ সাময়িক প্রতিবন্ধকতা
এক সময় মেঘ কেটে যায়
সূর্য দেবতা উদ্ভাসিত হয়
অথবা রাতের ধ্রুবতারা হেসে ওঠে আকাশের গায়।
সাময়িক নিনাদে কম্পিত মন
ঠিকই দু’নয়ন মেলে তাকায় তখন;
নক্ষত্রের আগুন জ্বলা রাতে।
প্রেম সে তো নিনাদ নয়
শাশ্বত চিরন্তন;
যেন ধ্রুবতারা অথবা রবির কিরণ
আমাদের ভালবাসা আবশ্যিক ঘটনা
ইচ্ছ্বে করলেই ফিরিয়ে নেয়া যায় না।
পাখির দুটি ডানা যেমন
দূর আকাশে উড়ে;
আমাদের মিথোজীবিতা ঠিক তেমনি
অবনীর স্নেহ মমতা ঘিরে,
যেন বাবুই পাখির নীড়ে ।
ছবি : নেট
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০