সাব্বাস মাতৃভূমী! আজকেও কাঁদছে
লয়ে তীব্র ব্যথা বুকে শোকার্ত জনে,
মানবিকতা মরে ছিল হানাদার করে
নয় মাস যুদ্ধের প্রতিদান অনেকে ভাবছে!
ফাসেকী মুনাফেকী আর প্রবঞ্চনা;
রক্তচুষার দল যেন লেহনে রত
সিধাসাধা বাঙালীর হক ভবিষ্যৎ
সারা দেশে এই নিয়ে ব্যর্থ আলোচনা।
লালসবুজ পতাকা এখনো উড়ে
মানুষের হৃদয়ে আশার দীপ জ্বেলে
নদী গুলো পৌঁছে যায় যেমন সাগরে
ফসল ভরা মাঠে তার ভরসা মেলে।
রইলো প্রার্থনা তাই হৃদয় মাঝারে
সিরাজুল হক , এসো কুর্ণিশ তুমারে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১