বাঁধনে জড়াতে চেয়েছি
দাসত্ব শৃঙ্খল পরাতে নয়;
অনেক ভালবাসা থাকলে
এভাবেই জড়াতে হয়।
খুব কাছে যেতে চেয়েছি
কোন অনিষ্ট করতে নয়;
অনেক বেশি পড়লে প্রেমে
এত কাছে যেতে হয়।
গড়তে চেয়েছি সুরম্য অট্টালিকা
ভালবাসার ইট_ বালি_ সুড়কি দিয়ে
নয়ন জুড়ানো সমাধি গড়তে চাইনি কোনো;
সঙ্গে থাকতে চেয়েছি আমরণ,
ক্ষণিকালয়ের জীবনচক্রে
তোমার কোলে মাথা রেখে
ক্রমাগত নিঃশেষ হতে চেয়েছি প্রেমে
।
শুষে নিতে চেয়েছি বেঁচে থাকার সবটুকু নির্জাস
তোমার দেহের সুবাসিত ফাটল থেকে ;
বর্ষা এলে বৃষ্টির পর মিষ্টি রোদে
আকাশ যেমন সাজে
ছয়টি ঋতুর সবক’টিতে ঠিক তেমনি
রঙধনুর সাতরঙে সাজাতে চেয়েছি তোমাকে
।
নিয়নের আলোয়
শুধু তুমি আর আমি
হংসমিথুনের জলে ভাসার মত
রিকশায় চড়ে ঘুরে বেড়াতে চেয়েছি
পুরোটা শহর ।
ফুলশয্যা গড়তে চেয়েছি বারোটিমাস
কন্টকিত করতে চাইনি তোমার জীবন
চেয়েছি অলস প্রহরে
তোমার প্রেমে আমার সর্বনাশ।
তুমি হতে আমার দৈনন্দিন প্রথম কবিতা পাঠ
পড়ন্ত বিকেল, অমবস্যার নক্ষত্ররাজি
ভরা পূর্নিমার চাঁদ , বটের শেকড়
ব্যবেলিয়নের ঝুলন্ত উদ্যান।
তোমাকে বুকে নিয়ে অনায়াসে
পারি দিতাম কষ্টের নীলসাগর,
পৌঁছে যেতাম ভালবাসার দারুচিনি দ্বীপে।
তুমি হতে আমার হৃদাকাশে মুক্তবিহঙ্গ
দূরন্ত বলাকা, লালসবুজ পতাকা।
আমি হতাম সবুজ ঘাস, খোলা মাঠ
বৃষ্টি হয়ে ভালবাসা ঝরাতে এই অন্তরায়;
আমি জলীয়বস্প করে কামনার জলতরঙ্গ
পাঠিয়ে দিতাম তোমার অনুভূতি প্রবণ এলাকায় …।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১